জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোট আঘাতের সমস্যায় ইস্টবেঙ্গল যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে। লাল-হলুদ যখন ঘুরে দাঁড়াচ্ছে ঠিক তখনই একের পর এক বিদেশির চোট! কখনও স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো, তো কখনও গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামানতাকোস তো আবার কখনও স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তেও! আর সেই তালিকায় জুড়েছে ফরাসি মিডফিল্ডার মাদি তালালের (Madih Talal) নাম। আর এবার তালালকে নিয়েই চলে এল বুক ভাঙা আপডেট। মাথায় আকাশ ভেঙে পড়ল ইস্টবেঙ্গলের! লিগের মাঝেই রক্তচাপ বাড়ল অস্কার ব্রুজোর।
আরও পড়ুন: দু'গোলে পিছিয়েও বিরাট জয় লাল-হলুদের, প্রত্যাবর্তনের মশালে পুড়ে ছারখার পঞ্জাব...
গত সপ্তাহে ওড়িশা এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচেরই প্রথমার্ধে চোট পেয়েছিলেন তালাল। ইস্টবেঙ্গলের মাঝমাঠে জমে যাওয়া ৮ নম্বর জার্সিধারী হুগো বুমোসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন, প্রাথমিক চিকিত্সার পর মাঠে ফিরলেও তাঁকে ফের স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল। চোট পাওয়ার পর 'নি ব্রেস' পরে রিজ়ার্ভ বেঞ্চে বসা তালাল পরে ওড়িশারই দুই ফুটবলারের কাঁধে ভর করে সাজঘরে পৌঁছেছিলেন। মাঠ থেকে বেরিয়ে গাড়িতেও উঠেছিলেন হুইলচেয়ারে করে।
চোট পরীক্ষার এমআরআই রিপোর্ট বলেছিল যে, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে অর্থাত্ এসিএল চোট পেয়েছেন তালাল। এরকম চোট সারিয়ে মাঠে ফিরতে এক বছরও সময় লেগে যেতে পারে কোনও ফুটবলারের। আশঙ্কাই সত্য়ি প্রমাণিত হল, ইস্টবেঙ্গল ক্লাব বৃহস্পতিবার সন্ধ্য়ায় বিবৃতি দিয়ে জানিয়ে দিলে যে, আর আইএসএলের বাকি মরসুমে তাঁকে পাওয়া যাবে না! ছিটকে গেলেন তালাল। এখন প্রশ্ন এহেন স্টারের বিকল্প কে হবেন? জানা যাচ্ছে লাল-হলুদের পাখির চোখ এখন জনি কাউকোর উপর। গত মরসুমে লিগ-শিল্ড জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইউরো কাপ খেলা ফিনল্য়ান্ডের মিডফিল্ডারের। কাউকো আর এই মরসুমে ধরে রাখেনি সবুজ-মেরুন। তিনি এখন আই-লিগ খেলেন ইন্টার কাশীর হয়ে। ইস্টবেঙ্গেলর সঙ্গে কাউকোর কর্থাবার্তা চলছে বলেই আপডেট। ইস্টবেঙ্গল তালালকে 'আনরেজিস্টার' করিয়ে কাউকোকে নিতেই পারে।
আরও পড়ু়ন: এগিয়েও ১০ জনের লাল-হলুদ হারল ওড়িশার কাছে, অধরা জয়ের হ্যাটট্রিক, তালালের চোট বাড়াল চিন্তা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)