Home> খেলা
Advertisement

East Bengal Durand Cup 2025: বুধে ডুরান্ড শুরু ১৬ বারের চ্যাম্পিয়নদের, প্রথম ম্যাচে অস্কার পাবেন কোন বিদেশিদের?

East Bengal Durand Cup 2025 News: ১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ডুরান্ড অভিযান শুরু করছে সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে। কিন্তু প্রথম ম্যাচে অস্কার কিন্তু মনের মতো বিদেশিদের খেলাতে পারবেন না! 

East Bengal Durand Cup 2025: বুধে ডুরান্ড শুরু ১৬ বারের চ্যাম্পিয়নদের, প্রথম ম্যাচে অস্কার পাবেন কোন বিদেশিদের?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ১৩৪তম ডুরান্ড কাপের (Durand Cup 2025) উদ্বোধনী ম্যাচ। যুবভারতীতে মুখোমুখি ১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও অভিষেককারী আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলা সাউথ ইউনাইটেড এফসি (East Bengal FC vs South United FC)। 

এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ও বিশ্বের তৃতীয় প্রাচীন ফুটবল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল রীতিমতো সহজ গ্রুপেই পড়েছে। কিন্তু কোচ অস্কার ব্রুজোঁকে ভাবাচ্ছে তাঁর দলের যথেষ্ট প্রস্তুতির সুযোগ না পাওয়া। কারণ তাঁর টিমের অধিকাংশ ফুটবলারই দু'মাসের ছুটি কাটিয়ে ফিরেছেন। কাগজে-কলমে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও, তরুণ ব্রিগেড সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে কঠিন ম্যাচই হবে লাল-হলুদের। এই কথা অস্কারও গতকাল বলেছেন মিডিয়াকে। 

আরও পড়ুন: বাপ রে 'ট্রান্সফর্মেশন'! নিমেষে ১৭ কেজি কমালেন! নিন্দুকদের মুখে ঝামা ব্রাত্য ভারতীয় তারকার..

ইস্টবেঙ্গলের আগুনে স্কোয়াড

দিমিত্রিয়স দিয়ামানতাকোস, সাউল ক্রেসপো, আনোয়ার আলি, বিপিন সিং, মহেশ সিং, পিভি বিষ্ণু, নন্দ কুমার, রামসাঙ্গা, লালরিনডিকার সঙ্গেই জুড়েছেন ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা, প্যালেস্টাইনের মহম্মদ রশিদ ও আর্জেন্টিনার কেভিন সিবিলির মতো ফুটবলাররা। নিঃসন্দেহে এবার আগুনে স্কোয়াড লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাবের।

প্রথম ম্যাচে অস্কার পাবেন কাদের? 

দিয়ামানতাকোস-ক্রেসপো-রশিদ! এই তিন বিদেশিকেই আজ পাচ্ছেন অস্কার। পাঁচের ভিতর সব বিবেচনা করলে অস্কারের হাতে এই তিন বিদেশেই রয়েছে। তবে নবাগত দুই বিদেশি-ব্রাজিলিয়ান মিগুয়েল ও আর্জেন্টাইন সিবিলি এখনও ছাড়পত্র (ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট) পাননি মাঠে নামার। নিয়ম অনুযায়ী কোনও ম্য়াচের ৪৮ ঘণ্টা আগে ফুটবলারদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। যদিও তাঁরা অনুশীলন করছেন।

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার না মিনি হাসপাতাল! মাথায় আকাশ ভেঙে পড়ল গিলদের, ছিটকে গেলেন আরেক স্টার

সৌভিক চক্রবর্তী

মরসুম শুরুর আগেই ইস্টবেঙ্গল সৌভিক চক্রবর্তীর সঙ্গে দু'বছর চুক্তি বাড়িয়েছে ঠিকই, কিন্তু চোটের কারণে ডুরান্ডের প্রথম ম্যাচে নেই মাঝমাঠের বিশ্বস্ত বঙ্গযোদ্ধা। এই ধাক্কাও সামাল দিতে হবে লাল-হলুদকে।  ২০২২ সালে হায়দরাবাদ এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে আসার পর সৌভিক শুধু দলেরই ভরসমান ফুটবলার হয়ে ওঠেননি, হয়ে উঠেছেন 'ফ্যান ফেভারিটও'।

আজ ডুরান্ড কাপে

ইস্টবেঙ্গল এফসি বনাম সাউথ ইউনাইটেড এফসি (কিক-অফ বিকেল ৫.৩০)

খেলা সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সনি লিভ অ্যাপ

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More