Home> খেলা
Advertisement

ওয়ানডে ক্রিকেটে রেকর্ড রানে জয় ইংল্যান্ডের

ওয়ানডে ক্রিকেটে রেকর্ড রানে জয় ইংল্যান্ডের

ইংল্যান্ড-৪০৮, নিউজিল্যান্ড-১৯৮ (৩১.১ ওভারে)

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের মহাবিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। এজবাস্টনে বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডকে ২১০ রানে হারিয়ে দিল ইয়ন মর্গ্যানের দল। ওয়ানডে ক্রিকেটে এটাই ইংল্য়ান্ডের সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়।

যে ইংল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি, তারাই একেবারে নতুন মোড়কে নেমে বদলে গেল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ৪০৮। প্রথম বলেই উইকেট পড়ার পর ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর শুরুটা করেন মর্গ্যান-রুট। সেখান থেকে দলকে দারুণ জায়গায় পৌঁছে দেন জস বাটলার, রসিদ। রুট করেন ১০৪ রান। বাটলার ১২৯ রানের দারুণ একটা ইনিংস খেলেন। শেষের দিকে ৫০ বলে ৬৯ রান করে দলকে ৪০০ রানের গন্ডি টপকে দেন আদিল রসিদ (৫০ বলে ৬৯ রান)।

জবাবে ব্যাট করতে নেম নিউজিল্যান্ড শেষ হয়ে যায় মাত্র ৩১ ওভারে, ১৯৮ রানে। রসিদ ও ফিন ৪টি করে উইকেট নেন।

Read More