Home> খেলা
Advertisement

ENG vs IND Manchester Test: ম্যাঞ্চেস্টারে সেই 'গ্রেট এসকেপ'! জাদেজা-সুন্দরে সিরিজ জমিয়ে দিল ভারত....

ENG vs IND Manchester Test:  ১৪৩ ওভার ব্যাট করে ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নিলেন শুভমন গিলরা। সিরিজে  ১-২ ব্যবধানেই পিছিয়েই থাকল ভারত। পরের  টেস্ট ওভালে।

 ENG vs IND Manchester Test: ম্যাঞ্চেস্টারে সেই 'গ্রেট এসকেপ'! জাদেজা-সুন্দরে সিরিজ জমিয়ে দিল ভারত....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ। ড্র হয়ে গেল ম্যাঞ্চেস্টার টেস্ট। ১৪৩ ওভার ব্যাট করে ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নিলেন শুভমন গিলরা। অনবদ্য সেঞ্চুরি করলেন রবীন্দ্র জাডেজা। দুরন্ত শতরানে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ওয়াশিংটন সুন্দর। ফলে সিরিজে  ১-২ ব্যবধানেই পিছিয়েই থাকল ভারত। তবে ওভালে জিতে সিরিজ়‌ে সমতা ফেরানোর সুযোগও থাকল।

আরও পড়ুন:  Shubman Gill Century: ম্যাঞ্চেস্টারে দুরন্ত সেঞ্চুরিতে জবাব অধিনায়কের, ডনের রেকর্ড ছুঁয়ে ইতিহাস শুভমনের...

খাতায়-কলমে টেস্ট ড্র হল বটে। কিন্ত এই ড্র আসলে ভারতেরই নৈতিক জয়। ইংল্যান্ডের লিড ছিল ৩‍১১ রানে। চতুর্থ দিনে ফের ব্যাট করতে নামে ভারত। কিন্তু শুরুতেই পরপর দুটি উইকেট পড়ে যায়।  চতুর্থ এবং পঞ্চম বলে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী এবং সুদর্শন। মধ্যাহ্নভোজের সময়ে ভারতের স্কোর ছিল ১ রানে ২ উইকেট। সেই টেস্ট শেষপর্যন্ত সসম্মানে ড্র করল টিম ইন্ডিয়া।

চতুর্থ দিনের শেষে  কেএল রাহুল  ৮৭ রানে, আর শুভমান গিল ৭৮ রানে ক্রিজে ছিলেন। পঞ্চম দিনে  ৯০ রানে আউট হন রাহুল। এরপর লড়াই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক গিল। সেঞ্চুরিও করেন। শেষপর্যন্ত বেন স্টোকসের বলে আউট হয়ে যান তিনি। এরপরই ইনিংসের হাল ধরেন জাদেজা। সঙ্গে ওয়াশিংটন সুন্দর। দিনভর ব্যাট করে সেঞ্চুরি করলেন দু'জনেই। সঙ্গে ম্যাচও বাঁচিয়ে দিলেন।

আরও  পড়ুন:  Sourav Ganguly On India-Pakistan Asia Cup Match: পহেলগাঁওয়ের পরেও ভারত-পাক! এশিয়া কাপে চর্চায় ক্রিকেট থেকে সন্ত্রাস, আর দাদা বলছেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More