Home> খেলা
Advertisement

লকার রুমে পা পিছলে চোট পেয়ে ইউএস ওপেন শেষ বুশার্ডের

আরও এক সুন্দরী খসে গেল ইউএস ওপেন থেকে। অপ্রত্যাশিতভাবে ইউ ওপেন শেষ হয়ে গেল কানাডার টেনিস সুন্দরী ইউজেনি বুশার্ডের। ম্যাচ শেষে লকার রুমে পোশাক পরিবর্তন গিয়ে পা পিছলে মাথায় আঘাত লাগে বুশার্ডের। শুক্রবার ২১ বছরের বুশার্ড ডোমিনিকা চিবুলকোভার বিরুদ্ধে দীর্ঘ ম্যাচ খেলে ফেরেন, তারপর খেলেন মিক্সড ডাবলসের ম্যাচ। ম্যাচ শেষে লকার রুমে ফেরে ঘটে দুর্ভাগ্যজনক এই ঘটনা।

লকার রুমে পা পিছলে চোট পেয়ে ইউএস ওপেন শেষ বুশার্ডের

ওয়েব ডেস্ক: আরও এক সুন্দরী খসে গেল ইউএস ওপেন থেকে। অপ্রত্যাশিতভাবে ইউ ওপেন শেষ হয়ে গেল কানাডার টেনিস সুন্দরী ইউজেনি বুশার্ডের। ম্যাচ শেষে লকার রুমে পোশাক পরিবর্তন গিয়ে পা পিছলে মাথায় আঘাত লাগে বুশার্ডের। শুক্রবার ২১ বছরের বুশার্ড ডোমিনিকা চিবুলকোভার বিরুদ্ধে দীর্ঘ ম্যাচ খেলে ফেরেন, তারপর খেলেন মিক্সড ডাবলসের ম্যাচ। ম্যাচ শেষে লকার রুমে ফেরে ঘটে দুর্ভাগ্যজনক এই ঘটনা।

চোটের জন্য রবিবার প্রি কোয়ার্টার ফাইনালে রবার্ট ভিঞ্চির বিরুদ্ধে নামতে পারেননি বুশার্ড। ডাবলসে এলিনা ভেসনিনার সঙ্গে জুটি বেধেও খেলননি বুশার্ড। মারিয়া টুর্নামেন্ট শুরুর আগেই শারাপোভা ছিটকে যাওয়ার পর বুশার্ডই ছিলেন টুর্নামেন্টের সবচেয়ে বড় গ্ল্যামার কোশেন্ট।

এদিকে, পুরুষদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে উঠলেন রজার ফেডরার, অ্যান্ডি মারে, রিটার্ড গ্যাসকে।

Read More