Home> খেলা
Advertisement

Sourav Ganguly, IPL 2023: দিল্লি ক্যাপিটালসে সৌরভের আবার 'মহারাজকীয়' প্রত্যাবর্তন, কোন ভূমিকায় ফিরছেন?

এর আগে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের 'ডিরেক্টর অফ ক্রিকেট' পদে ছিলেন সৌরভ। সেই সময় দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। তবে গত দুই মরসুম ঋষভ পন্থ সেই দলের অধিনায়ক। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গত বছর অক্টোবর মাসে বোর্ড সভাপতির দায়িত্ব ছাড়েন। 

Sourav Ganguly, IPL 2023: দিল্লি ক্যাপিটালসে সৌরভের আবার 'মহারাজকীয়' প্রত্যাবর্তন, কোন ভূমিকায় ফিরছেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও একবার বাইশ গজের যুদ্ধে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফের একবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) দায়িত্ব নিচ্ছেন বিসিসিআই-এর (BCCI) প্রাক্তন সভাপতি। তবে এবার আরও বড় ভূমিকায় টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ককে দেখা যাবে। শুধু দিল্লি নয়, বরং পার্থ জিন্দালের (Parth Jindal) আরও দুটি ফ্রাঞ্চাইজি দল আছে। দুবাই ক্যাপিটালস (Dubai Capitals) ও প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals)। মোট এই তিন দলের 'ডিরেক্টর অফ ক্রিকেট' হিসেবে মহারাজকে দেখা যাবে। সৌরভের ঘনিষ্ঠ সুত্রে এমনটাই জানা গিয়েছে। 

সৌরভের এক ঘনিষ্ঠ জানিয়েছেন , 'আগামি আইপিএল-এ সৌরভ দিল্লি ক্যাপিটালসে ফিরছে। ২০১৯ সালেও সৌরভ এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন।' আসলে সৌরভ-পন্টিং কম্বিনেশনে সাফল্য পেতে চাইছে দিল্লি। তাই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, দিল্লির হেড কোচ হিসেবে কাজ করছেন রিকি পন্টিং।  

আরও পড়ুন: Rishabh Pant Accident: পন্থের দুর্ঘটনা নিয়ে নতুন নাটক! উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিল হাইওয়ে অথরিটি

আরও পড়ুন: Umran Malik, IND vs SL: কার রেকর্ড ভেঙে ফেলার হুঙ্কার দিলেন 'শ্রীনগর এক্সপ্রেস'? নাম জানলে চমকে যাবেন

fallbacks

এর আগে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের 'ডিরেক্টর অফ ক্রিকেট' পদে ছিলেন সৌরভ। সেই সময় দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। তবে গত দুই মরসুম ঋষভ পন্থ সেই দলের অধিনায়ক। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গত বছর অক্টোবর মাসে বোর্ড সভাপতির দায়িত্ব ছাড়েন। আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দু’টি রয়েছে সেগুলির সঙ্গেও কাজ করবেন সৌরভ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More