Home> খেলা
Advertisement

Exclusive Nishad Kumar: আমার পদক গোটা দেশ ও মাকে উৎসর্গ করছি

"এই বছরটা ভারতীয় ক্রীড়াবিদদের জন্য দারুণ গিয়েছে। সকলের জন্য আমরা গর্বিত।"

Exclusive Nishad Kumar: আমার পদক গোটা দেশ ও মাকে উৎসর্গ করছি

অকর্দীপ্ত মুখোপাধ্যায়: প্যারালিম্পিক্সে ভারতকে দেশকে রুপো এনে দিয়েছেন হাই জাম্পার নিষাদ কুমার। হাই জাম্পের টি-৪৭ ফাইনালে ২.০৬ মিটার (এশিয়ান রেকর্ড) লাফিয়ে দেশকে রুপো এনে দিয়েছেন তিনি। রুপো জেতার পর নিষাদ কথা বলেছিলেন জি ২৪ ঘণ্টার সঙ্গে।

প্রশ্ন: নিষাদ এই রুপোর পদক জয়ের অনুভূতি কেমন?
উত্তর: খুব ভাল লাগছে। খুব খুশি হয়েছি আমি। এটা আমার প্রথম অলিম্পিক্স। কিন্তু কোনও প্রেশার ছিল না। নার্ভাসও হইনি। জাতীয় ক্রীড়া দিবসে পদক জেতার তাৎপর্যই আলাদা। এই পদক আমি গোটা দেশ ও আমার মাকে উৎসর্গ করছি।

প্রশ্ন: পদক জয়ের পর বাড়ির প্রতিক্রিয়া কেমন ছিল?
উত্তর: বাড়িতে সকলেই খুশি হয়েছেন। বাবা-মা খুবই আনন্দিত।

আরও পড়ুন: Tokyo Paralympics 2020: জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দিলেন Sumit Antil

প্রশ্ন: নিষাদ আপনার অলিম্পিক্স প্রস্তুতি কেমন ছিল? পদকের আশা করেছিলেন?
উত্তর: প্রস্তুতি আমার ভালই হয়েছিল। ভাবিনি যে পদক পাব। কোচ ও সকলে খুশি হয়েছেন।

প্রশ্ন: আপনি ফাইনালে ১.৮৯ মিটার জাম্প দিয়ে শুরু করেছিলে ২.০৬ মিটারের এশিয়ান রেকর্ড করেন। কী বলবেন?
উত্তর: আমি আরও ভাল লাফাতে পারতাম। যা প্রস্তুতি ছিল অনেক ভাল হতে পারত। কোচ থেকে শুরু করে সকলের আমার ওপর প্রত্যাশা ছিল। পদক জিতে আমি খুশি।

আরও পড়ুন: Tokyo Paralympics 2020: ব্রোঞ্জ জিতেও খোয়ালেন Vinod Kumar!

প্রশ্ন: আপনার এই যাত্রা যদি আমাদের সংক্ষেপে বলেন।
উত্তর:২০০৯ সাল থেকে স্কুল পর্যায়ে আমি হাই জাম্প শুরু করি। মা-বাবা ও পরিবারের সমর্থন ছিল সবসময়। প্রাইভেট স্কুলে পড়ার পাশাপাশি এই প্রশিক্ষণ ও চর্চার জন্য যে খরচ হতো, সেগুলোও তাঁরা বহন করেছেন। ২০১৮ সালে জাতীয় স্তরে খেলি। নাসিম আহমেদের কোচিংয়ে আমার প্রশিক্ষণ চলে। এভাবেই এগিয়ে গিয়েছি।

প্রশ্ন: এবছর প্যারালিম্পিক্সে ভারতীয়দের এত ভাল পারফরম্যান্সের রহস্য কী?
উত্তর: প্রধানমন্ত্রী থেকে সাই, কেন্দ্রীয় মন্ত্রক সকলেই আমাদের পাশে ছিলেন। কোভিডের জন্য অনেকেরই সমস্যা হয়েছে। আমিও ৫ দিন হাসপাতালে ছিলাম। কিন্তু সব মিলিয়েই আমরা সকলেই পরিশ্রম করেছি।

প্রশ্ন: টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স কি আপনাদের অনুপ্রাণিত করছে?
উত্তর: অবশ্যই আমরা অনুপ্রাণিত হয়েছি। তবে এই বছরটা ভারতীয় ক্রীড়াবিদদের জন্য দারুণ গিয়েছে। সকলের জন্য আমরা গর্বিত।

আরও পড়ুন: Tokyo Paralympics 2020: অনন্য কৃতিত্বে দেশের সোনালী ইতিহাসে থাকবেন Avani Lekhara

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More