দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: আইপিএল নিয়ে বৃষ্টি রাজনীতি! আবহাওয়ার দোহাই দিয়ে ইডেন থেকে সরানো হয়েছিল ম্যাচ। সেই ম্যাচেই দু-ঘন্টার বেশি সময় ধরে বৃষ্টিপাত। কলকাতায় বৃষ্টির খবর থাকলেও গুজরাতে বৃষ্টি হতে পারে ধরতেই পারল না স্যাটেলাইট? তোপ রাজ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। কারণ কি শুধুই আবহাওয়া! না এর পিছনেও রয়েছে রাজনীতি?
এই প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার কে নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক সম্মেলনে বলেন- বাংলাকে বঞ্চনার অভিপ্রায়ে এই ম্যাচ কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইপিএলের ফাইনাল ম্যাচের সময় কলকাতায় বৃষ্টি হতে পারে, এই বলে গুজরাতে সরানো হয় ম্যাচ। কিন্তু সেখানেই দু-ঘন্টার বেশি সময় ধরে বন্ধ ম্যাচ! গুজরাতে বৃষ্টি হতে পারে বলে ধরতেই পারল না আবহাওয়া দফতর? আগেও নিরাপত্তার কারণে ম্যাচ সরানো হচ্ছে বলে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার এবং পরে আবহাওয়ার দোহাই দিয়ে সরানো হল ফাইনাল। যদিও সেই পোস্টটি পরে ডিলিট করে দেন তিনি।
আরও পড়ুন: ডবল সেঞ্চুরি করে মাঠেই চুম্বন! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
আইপিএল এর নিয়ম অনুযায়ী যে বছর যে ফ্র্যাঞ্চাইজি দল চ্যাম্পিয়ন হয়, পরের বছরের ফাইনাল সেই ফ্রাঞ্চাইজের ঘরের মাঠে অনুষ্ঠিত হয়। সঙ্গে উদ্বোধনও। সেই নিয়ম মেনেই ২০১২ এবং ২০১৪ তে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ায় ২০১৩ সাল ও ২০১৫ সালে ফাইনাল হয়েছিল ইডেনে। ফলে গত বছর কেকেআর চ্যাম্পিয়ন হওয়ায় এবার ইডেনেই হওয়ার কথা ছিল আইপিএল ফাইনাল। নির্ধারিত ছিল ২৩ ও ২৫ মে কলকাতায় একটি কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে। যদিও এর আগে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গিয়েছিল কলকাতাতেই। কিন্তু ভারত পাকিস্তান সংঘর্ষের সময় আইপিএল সাময়িকভাবে বন্ধ ছিল তারপরে যখন আইপিএল আবার শুরু হয় দিন ১০-১২ আগে তখন ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল আবহাওয়া জনিত কারণে কলকাতা থেকে আইপিএলের ম্যাচ সরবে। কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
আরও পড়ুন: ক্রিকেট পাড়ায় নতুন প্রেমের গুঞ্জন, গাঁটছড়া বাঁধতে চলেছেন কে?
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই প্রসঙ্গে জ়ি ২৪ ঘন্টাকে জানান, 'এখন সবকিছুই তো গুজরাতে হয়। বাংলাকে পিছিয়ে রাখতেই ক্রিকেট মক্কা ইডেন থেকে ম্যাচ সরাল বিসিসিআই।' অরূপ বিশ্বাসকে উল্ল্যেখ করে বলেছেন যে, তিনি একদম সঠিক প্রশ্ন করেছেন। বিসিসিআই এবং আইপিএল কমিটির এর জবাব দেওয়া উচিত।
যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ কলকাতাবাসীর বিরুদ্ধেই পাল্টা তোপ দেগেছেন। তিনি বলেছেন- 'আইপিএল কোনও খেলার মধ্যেই পরে না। খেলার জগতে এর কোনও স্বীকৃতি নেই'। তিনি আরও বলেছেন যে- 'IPL টিকিটের যা দাম, তাতে কজন সাধারণ মানুষ ম্যাচ দেখতে যান? এটা শুধুই কর্পোরেটাইজেশন।' কলকাতা থেকে সরে গিয়ে বাংলার মানুষ 'এন্টারটেনমেন্ট মুক্ত' হয়েছেন বলে দাবী তাঁর। একটাও বাংলার খেলোয়াড় নেই কলকাতা দলে তাও এত মাতামাতি কেন রাজ্যের তিনি বুঝতে পারছেন না বলেই জানান।
গত বছর ফাইনালে জিতেছিল কেকেআর। সেই জন্যেই এই মরসুমের একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল ইডেনে। বৃষ্টির দোহাই দিয়ে আইপিএল প্লে-অফ গুজরাতে সরিয়ে নিয়ে যাওয়া হলেও ইডেনে লীগ ফাইনাল নির্বিঘ্নেই সম্পুর্ণ হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)