Home> খেলা
Advertisement

সফল অস্ত্রোপচার, তাড়াতাড়িই মাঠে ফিরবেন ইব্রা

স্বস্তিতে ফুটবল বিশ্ব। ইব্রাহিমোভিচের হাঁটুতে সফল অস্ত্রোপচার হল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার এজেন্ট মিনো রাইওলা জানিয়েছেন চোট সারিয়ে ফের মাঠে ফিরতে পারবেন ইব্রা। গত মাসে ইউরোপা লিগের ম্যাচে ম্যান ইউয়ের এই  তারকা ফুটবলার   হাঁটুতে মারাত্মক চোট পান। তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপরই আশঙ্কা তৈরি হয় ইব্রাকে নিয়ে। বিশেষজ্ঞরা মনে করেছিলেন ইব্রাহিমোভিচ আর মাঠে ফিরতে পারবেন না। তার ফুটবল কেরিয়ারই হয়তো শেষ হয়ে গেল। কিন্তু ইব্রার হাঁটুতে সফল অস্ত্রোপচারের পর চিকিত্সকরা আশা করছেন ন মাস পর ফের মাঠে ফিরবেন এই তারকা ফুটবলার।

সফল অস্ত্রোপচার, তাড়াতাড়িই মাঠে ফিরবেন ইব্রা

ব্যুরো: স্বস্তিতে ফুটবল বিশ্ব। ইব্রাহিমোভিচের হাঁটুতে সফল অস্ত্রোপচার হল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার এজেন্ট মিনো রাইওলা জানিয়েছেন চোট সারিয়ে ফের মাঠে ফিরতে পারবেন ইব্রা। গত মাসে ইউরোপা লিগের ম্যাচে ম্যান ইউয়ের এই  তারকা ফুটবলার   হাঁটুতে মারাত্মক চোট পান। তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপরই আশঙ্কা তৈরি হয় ইব্রাকে নিয়ে। বিশেষজ্ঞরা মনে করেছিলেন ইব্রাহিমোভিচ আর মাঠে ফিরতে পারবেন না। তার ফুটবল কেরিয়ারই হয়তো শেষ হয়ে গেল। কিন্তু ইব্রার হাঁটুতে সফল অস্ত্রোপচারের পর চিকিত্সকরা আশা করছেন ন মাস পর ফের মাঠে ফিরবেন এই তারকা ফুটবলার।

Read More