নিজস্ব প্রতিবেদন: ভারত অধিনায়ক বিরাট কোহলির পথেই হাঁটলেন নিউ জিল্যান্ড দলের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। প্রথমবার বাবা হতে চলেছেন কেন। আর এই মুহূর্তে তিনি স্ত্রী সারহা রহিমের পাশে থাকতে চান। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে কিউই ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চান কেন। কিউই ক্রিকেট বোর্ড তাঁর ছুটি মঞ্জুর করেছে।
আরও পড়ুন- ফিট থাকলে রোহিতের অস্ট্রেলিয়া যাওয়া উচিত্ : সচিন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে কেরিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ ২৫১ রান করেন কেন উইলিয়ামসন। শুক্রবার থেকে বেসিন রিজার্ভে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে নিউ জিল্যান্ড। প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে কিউইরা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে অনুশীলনে নামেননি কেন। নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে নিজের পিতৃত্বকালীন ছুটির আবেদন করেছিলেন উইলিয়ামসন। অধিনায়কের সেই ছুটি মঞ্জুর করেছে সে দেশের ক্রিকেট বোর্ড।
Kane Williamson will miss the second #NZvWI Test and will return to Tauranga for the birth of his first child
— ICC (@ICC) December 10, 2020
Tom Latham is set to lead the @BLACKCAPS in his absence. pic.twitter.com/K1oXcrbhQm
ভারত অধিনায়ক বিরাট কোহলিও নতুন বছরের শুরুতে বাবা হতে চলেছেন। আইপিএল শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন বিরাট-অনুষ্কা। স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসবেন বিরাট কোহলিও। টিম ইন্ডিয়ার অধিনায়কের এই সিদ্ধান্ত নিয়ে নানা মহলে নানা কথা শোনা যাচ্ছে। অবশ্য আবার তাঁকে সমর্থন করেছেন অনেকেই। বিরাটের মতোই সাহসী পদক্ষেপ করতে দেখা গেল কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকেও।