Home> খেলা
Advertisement

২৫৫৫ কোটি টাকার স্পনসর পেল বার্সেলোনা

নতুন স্পনসর পেল বার্সেলোনা। পরবর্তী চার বছরের জন্য বার্সার স্পনসর হচ্ছে জাপানের অনলাইন সংস্থা রাকুতেন। এমনটাই জানিয়েছেন বার্সেলোনা সভাপতি যোশেফ মারিয়া বার্তোমিউ। 

২৫৫৫ কোটি টাকার স্পনসর পেল বার্সেলোনা

ব্যুরো: নতুন স্পনসর পেল বার্সেলোনা। পরবর্তী চার বছরের জন্য বার্সার স্পনসর হচ্ছে জাপানের অনলাইন সংস্থা রাকুতেন। এমনটাই জানিয়েছেন বার্সেলোনা সভাপতি যোশেফ মারিয়া বার্তোমিউ। 

 

 

 

 

নতুন স্পনসরের কাছ থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা বেশি পাবে এই স্প্যানিশ ক্লাবটি। কাতার এয়ার ওয়েজ সংস্থা দুহাজার তেরো সাল থেকে বার্সার স্পনসর ছিল। চার বছরে ভারতীয় মুদ্রায় প্রায় দুহাজার পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা এই স্পনসরের কাছ থেকে পেয়েছিল বার্সেলোনা। এবার রাকুতেন প্রায় চার হাজার পনেরো কোটি টাকা চার বছরে বার্সাকে দেবে বলে জানা গেছে।  

Read More