Home> খেলা
Advertisement

FIFA World Cup 2022: ঝাড়ুদার থেকে মেসিদের বধের নেপথ্য নায়ক! সৌদির হেড কোচ আবার জিদানের সতীর্থ

FIFA World Cup 2022: রেনার্ডের কোচিং কেরিয়ার শুরু ফ্রান্সের ক্লাব দ্রাগিনিয়াঁর হয়ে। পরে ইংল্যান্ডের চতুর্থ ডিভিশন ক্লাবে দায়িত্ব নিয়েছিলেন। ড্রেসিংরুমে তাঁর ‘ম্যান ম্যানেজমেন্ট’ দক্ষতা তখনই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। 

FIFA World Cup 2022: ঝাড়ুদার থেকে মেসিদের বধের নেপথ্য নায়ক! সৌদির হেড কোচ আবার জিদানের সতীর্থ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ফ্রান্সের (France) অ্যায়েক্স গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। কিন্তু ছোট থেকেই ফুটবল নিয়ে বাঁচতে শিখেছিলেন হার্ভে রেনার্ড (Herve Renard)। জিনেদিন জিদানের (Zinedine Zidane) সতীর্থ একটা সময় সংসার চালাতে ঝাড়ুদার হয়েছেন। কাজ করেছেন বাস কন্ডাক্টার হিসেবে। এহেন 'সাদা জামা' গায়ে চাপানো কোচই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন, লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনাকে (Argentina) হারিয়ে। বিশ্বকাপে এর আগে সৌদি আরবের সাফল্য ছিল মরক্কো, বেলজিয়াম, মিসরের বিরুদ্ধে জয়। এবার চলতি কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) ডাকাবুকো কোচ হার্ভে রেনার্ডের সৌজন্যে সেই তালিকায় জুড়ে গেল দু'বারের বিশ্বজয়ী আর্জেন্টিনা। তবে কোচিং কেরিয়ারে আগেও সাফল্য পেয়েছেন রেনার্ড। অতীতে একমাত্র কোচ হিসেবে দুটি ভিন্ন দেশের হয়ে আফ্রিকা কাপ অব নেশনস জিতেছিলেন এই ফরাসি কোচ।

সোমবার আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমার্ধে একেবারেই নিজেদের মেলে ধরতে পারেনি সৌদি। তবে রেনার্ডের পেপ টকে ঘুরে দাঁড়িয়েছিলেন সালে আল-শেহরি (Saleh Al-Shehri), সালেম আলদসরিরা (Salem Al Dawsari)। পোস্টের নীচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন গোলকিপার মহম্মদ বিন খালিল বিন ইব্রাহিম আল-ওয়েস (Mohamed Al-Owais)। কীভাবে এই দলটা বিশ্বকাপ খেলতে এসেছে, এত পথ পেরোনার জন্য সবাই কত লড়াই করেছে, সেটাই ১ গোলে পিছিয়ে থাকার সবার সামনে সাজঘরে তুলে ধরেছিলেন জিদানের প্রাক্তন সতীর্থ। 

fallbacks

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup: মেসির আর্জেন্টিনাকে হারানোর পুরস্কার, বুধবার সৌদিতে রাষ্ট্রীয় ছুটি

আরও পড়ুন: Mohammed Al-Owais, FIFA World Cup 2022: মেসিদের ১৫টি শট রুখে দেওয়া কে এই সৌদির গোলকিপার? জানতে পড়ুন

আরও পড়ুন: FIFA World Cup 2022, ARG vs KSA: শুরুতেই অঘটন! সৌদির সবুজ-স্রোতে ভেসে গেল মেসির নীল-সাদা স্বপ্ন!

রেনার্ডের কোচিং কেরিয়ার শুরু ফ্রান্সের ক্লাব দ্রাগিনিয়াঁর হয়ে। পরে ইংল্যান্ডের চতুর্থ ডিভিশন ক্লাবে দায়িত্ব নিয়েছিলেন। ড্রেসিংরুমে তাঁর ‘ম্যান ম্যানেজমেন্ট’ দক্ষতা তখনই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। তিনি আসল চমক দেখান জাম্বিয়ার কোচ হয়ে। নিজের দ্বিতীয় মরসুমেই কাপ অব নেশনসের ফাইনালে আইভরিকোস্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জাম্বিয়া। এরপর আইভরিকোস্টের হয়েও একই শিরোপা জেতেন তিনি। 

রাশিয়া বিশ্বকাপে ছিলেন মরক্কোর কোচ। সেবার রেনার্ডের হাত ধরেই কুড়ি বছর পর বিশ্বকাপে খেলেছিল মরক্কো। সেবার তাঁর কোচিংয়ে আটকে গিয়েছিল বিপক্ষে থাকা স্পেন। এরপর তিনি চলে আসেন সৌদি আরবে। রেনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাছাইপর্ব পার করে সৌদি আরবকে বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার। সেটা তো রেনারই করেছেনই, বিশ্বকাপের প্রথম ম্যাচেই যা করেছে তাঁর দল, সেটা তো এখন জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।

fallbacks

একসময় জিদানের সতীর্থ ছিলেন। তখন জিদানের বয়স উনিশ, রেনার্ড ২২। পরবর্তী সময়ে জিদান জাতীয় দলকে বিশ্বকাপ এনে দিয়েছেন। আর রেনার্ড পিছোতে পিছোতে ফরাসি লিগের ষষ্ঠ ডিভিসনে। শেষে হতাশ হয়ে যখন খেলা ছাড়লেন তখন বয়স মাত্র ৩০। পেটের দায়ে বেছে নিলেন বাড়িতে বাড়িতে আবর্জনা পরিষ্কারের কাজ। শহরের একপ্রান্ত থেকে আর এক প্রান্তে ময়লাবাহকের কাজ করতেন রেনার্ড। ভোর তিনটেয় যেতেন কাজে। বেলায় মিলত রোজের মজুরি। এত কষ্টের মধ্যেও ফুটবলকে ভোলেননি। তাই 'ফুটবল দেবতা'-ও এমন ভক্তের আবেদন ফেরাতে পারেননি। এবার তিনি হাত খুলে রেনার্ডকে দান করলেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More