জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর কয়েক ঘণ্টা। শেষ ষোলোর ম্যাচে স্টেডিয়াম ৯৭৪-এ দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে নামবে ব্রাজিল (Brazil)। আর এই ম্যাচে অধিনায়ক হিসেবে থিয়াগো সিলভা (Thiago Silva) মাঠে নামলেই, অন্য দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক দুঙ্গা (Dunga Carlos) এবং কাফুকে (Cafu) ছুঁয়ে ফেলবেন চেলসির (Chelsea) এই ডিফেন্ডার।
দুঙ্গা এবং কাফু বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে ১১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। থিয়াগো সিলভা এখনও পর্যন্ত ১০ ম্যাচে আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন। কোয়ার্টার ফাইনালে 'রেড ড্রাগন'-দের বিরুদ্ধে সেলেকাওদের নেতৃত্ব দিলে, নিজের দেশের প্রাক্তন দুই কিংবদন্তি অধিনায়ককে ছুঁয়ে ফেলবেন ৩৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক।
২০১৪ সালে থিয়াগো সিলভা ব্রাজিলকে প্রথমবার নেতৃত্ব দিয়েছিলেন। সেই বছর কাপ যুদ্ধে ব্রাজিলেই আয়োজন করা হয়েছিল। ২০১৮ বিশ্বকাপে অবশ্য মার্সেলো দলকে নেতৃত্ব দেন। তবে এবার সেই মার্সেলো দলে না থাকায় নেতৃত্বের গুরুদায়িত্ব ফের একবার থিয়াগো সিলভা নিজের কাঁধে তুলে নিয়েছেন।
চলতি কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সার্বিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতলেও, গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। টানা দুই ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করে তিতে-র ছেলেরা। যদিও শেষ ম্যাচ সেলেকাওরা হেরে যায় ক্যামেরুনের কাছে। তবে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে ব্রাজিল। আর এই ম্যাচে ফের একবার অধিনায়কত্ব করলেও, অনন্য রেকর্ডে ভাগ বসাবেন থিয়াগো সিলভা।
১৯৯৪ সালে দুঙ্গার অধিনায়কত্বে ইতালিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেটা ছিল ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ জয়। ২০০২ সালে অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন কাফু। পঞ্চমবার মেগা ফাইনাল জিতে ট্রফি হাতে তুলেছিল 'ইয়েলো আর্মি। সেই মেগা ফাইনালে জার্মানিকে হারিয়েছিল সেলেকাওরা। থিয়াগো সিলভা কি তাঁর দুই প্রাক্তন অধিনায়কের মতো এই মহার্ঘ্য কাপে হাত দিতে পারবেন? সেটাই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।
ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশ:
গোলকিপার: অ্যালিসন
ডিফেন্ডার : মিলিতাও (দানি আলভেজ), মার্কইনহোস, থিয়াগো সিলভা, দানিলো
মাঝমাঠ: কাসেমিরো, পাকুয়েতা, রাফিনহা
স্ট্রাইকার: নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)