নিজস্ব প্রতিবেদন: করোনার থাবায় ফের পিছিয়ে গেল সুনীলদের এশিয়ান কাপ এবং কাতার বিশ্বকাপের যোগ্যতা পর্বের বাকি ম্যাচগুলো। ফিফার সঙ্গে এএফসি আলোচনা করে আপাতত অক্টোবর-নভেম্বরে ইন্টারন্যাশনাল উইন্ডোতে যে ম্যাচ গুলি হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরে হবে বাকি ম্যাচগুলি।
Update on upcoming FIFA World Cup qualifiers in Asia
— Indian Football Team (@IndianFootball) August 12, 2020
Read https://t.co/iBIEmzY5ur#IndianFootball pic.twitter.com/HplUyiwegz
সূচি অনুযায়ী, ৮ অক্টোবর কাতারের বিরুদ্ধে ঘরের মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতীয় ফুটবল দলের। ১৭ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচ ছিল সুনীলদের। ১২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল ভারতের।
OFFICIAL: #AsianQualifiers matches scheduled to take place in October and November 2020 will be rescheduled to 2021!https://t.co/29kgSmQVDC
— AFC (@theafcdotcom) August 12, 2020
বুধবারই এক বিবৃতি দিয়ে AFC জানিয়ে দিয়েছে, বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই আপাতত ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হচ্ছে। পরের বছর কবে এই ম্যাচগুলি হবে তা পরে পরিস্থিতি পর্যালোচনা করে ফিফা এবং এএফসি জানিয়ে দেবে।
আরও পড়ুন -বাবা ক্রিস ব্রড জরিমানা করার পর ছেলে স্টুয়ার্ট ব্রডের টুইটে শোরগোল