জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় বিরাটদের বিরুদ্ধে দায়ের হল FIR। ১৮ বছর পর প্রথমবার আইপিএল জিতেছে RCB। বুধবার বেঙ্গালুরুতে ফেরে এবারের আইপিএল চ্যাম্পিয়ন। বিজয়ীদের সংবর্ধনা দিতে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই বিজয় উৎসব বদলে যায় বিষাদে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন। আহত কমপক্ষে ৭৫ জন।
বিনামূল্যে পাসের গুজবকে ঘিরে হুড়োহুড়ি পড়ে যায় স্টেডিয়ামের ৭ নম্বর গেটে। যা থেকেই এই পদপিষ্ট হওয়ার ঘটনার সূত্রপাত। জানা গিয়েছে গতকাল প্রায় ৩ লাখ মানুষ ভিড় জমান বিরাটদের দেখতে। যেখানে স্টেডিয়ামের আসন সংখ্যা মাত্র ৩৫ হাজার। এখন বিনামূল্যে টিকিট পাওয়ার গুজব ছড়াতে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। কয়েক মিনিটের মধ্যে চিন্নাস্বামী স্টেডিয়ামের মেইন গেটে তাণ্ডব শুরু হয়ে যায় আরসিবি সমর্থকদের। পুলিসের হাতের বাইরে চলে যায় বিশৃঙ্খল জনতা। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বৃষ্টি শুরু হওয়ায়।
চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়েছে ১৩টি গেট ও ২১টি স্ট্যান্ড। এর মধ্য়ে ৯ ও ১০ নম্বর গেট নির্দিষ্ট ছিল ক্রিকেট অ্য়াসোসিয়েশনের মেম্বারদের জন্য। আরসিবির টিম বাস যে রাস্তায় স্টেডিয়ামে আসার কথা সেই রাস্তার পাশেই ছিল ৫, ৬, ৭, ১৯ ও ২০ নম্বর গেট। পদপিষ্ট হওয়ার ঘটনায় বুধবার রাতেই দুঃখ প্রকাশ করেন বিরাট কোহলি। বলেন, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। বলার মতো কোনও ভাষা। সুরক্ষা ও জীবনের দাম সবার আগে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)