জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠে তখন গাস অ্যাটকিনসনের (Gus Atkinson) উইকেট উড়িয়ে সেলিব্রেশন শুরু মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। ইংল্যান্ডের মাটিতে, স্মরণীয় ওভাল টেস্ট জিততেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভেঙে পড়লেন! বিসিসিআই-এর (BCCI) শেয়ার করা ভিডিয়োতে এ যেন অদেখা ভারতের হেড কোচ! এ কোন জিজি! কখনও বাঁধনভাঙা উচ্ছ্বাসে মাতলেন আবার কখনও অঝোরে কাঁদলেন (Gautam Gambhir's Dressing Room Celebration)...
আরও পড়ুন: পঞ্চম দিনে আগুনে পেস বোলিং! ইংল্য়ান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের, সিরিজ ড্র...
যেমন ছিল ওভালের শেষ দিন
ওভালে পঞ্চম টেস্টের পঞ্চম তথা শেষ দিন ৩৩৯/৬ নিয়ে খেলা শুরু করা ইংরেজদের জয়ের জন্য মাত্র ৩৫ রানের প্রয়োজন ছিল! কিন্তু ক্রিকেট বিধাতা স্ক্রিপ্ট লিখেছিলেন যে ভারতের হয়েই! বেন স্টোকসের টিম তাদের শেষ চার উইকেট ২৮ রানে হারিয়ে ফেলে! সিরাজ একাই তুলে নেন তিন উইকেট। এই জয়ের ফলে ভারত প্রথম অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি (Anderson-Tendulkar Trophy) ২-২ ড্র করল, যা সম্প্রতি পতৌদি ট্রফি (Pataudi Trophy) নামকরণ করা হয়েছে।
গম্ভীরের উদযাপন
গৌতম গম্ভীর যেন তাঁর পদবির মতোই, তাঁর হাসি মুখের ছবি প্রায় বিরল। সেভাবে তিনি আবেগ দেখাতেই পছন্দ করেন না দেশের জোড়া বিশ্বকাপজয়ী তারকা। সেখানে জিজি যেন পুরো অন্য অবতারে। গম্ভীর নিজেও এক সাক্ষাত্কারে বলেছিলেন, যে মানুষ তাঁর হাসি মুখ দেখতে মাঠে আসেন না। আসে তাঁরা দলের জয় দেখতে। সেই গম্ভীরের এমন বন্য উদযাপনে সকলেই থ হয়ে গিয়েছেন। গম্ভীর জয়ের পর কোচ থেকে সমর্থক হয়ে গিয়েছিলেন দলের। কখনও তীব্র চিত্কার করলেন, আবার কখনও মর্নি মর্কেলের কোলে উঠে শিশুর মতো কাঁদলেন...
চাপে ছিলেন গম্ভীর
গম্ভীরের উপর চাপ ক্রমেই বাড়ছিল। ২০২৪ সালে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে, গম্ভীরের নেতৃত্বে ভারত ১৫টি টেস্টে মাত্র পাঁচটি জয়, দুটি ড্র এবং আটটি পরাজয় দেখেছে। নিউজিল্যান্ড (ঘরের মাঠে) এবং অস্ট্রেলিয়ার (বিদেশে) মাটিতে টেস্ট সিরিজ হারের পর, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ বাঁচিয়ে ৪৩ বছরের কোচ স্বস্তির নিঃশ্বাস ফেললেন...
আরও পড়ুন: জাভি-গার্দিওলা নয়, খালিদ জামিলেই ভরসা রাখল ভারত! ইস্টবেঙ্গল-মোহনবাগানকে ফেরানো নয়া জাতীয় কোচ কে?
ঐতিহাসিক জয়
ওভাল টেস্টই দেশের বাইরে সিরিজের পঞ্চম খেলায় ভারতের প্রথম টেস্ট জয়। ছ'রানের এই জয়টি ভারতের সর্বনিম্ন ব্যবধানে জয়ের নজিরও। এর আগে, রানের দিক থেকে ভারতের সবচেয়ে কম ব্যবধানে জয় ছিল ২০০৪ সালে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে জয়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)