Home> খেলা
Advertisement

Eden Gardens: কেকেআর ম্যাচে ভরল না মাঠ! অর্ধেক ভর্তি ইডেনের ছবি ভাইরাল! টিকিটের দামই কি কারণ?

Eden Gardens: কলকাতা-হায়দরাবাদ ম্যাচে ভরল না মাঠ! ঝড় উঠল নেটপাড়ায়...

Eden Gardens: কেকেআর ম্যাচে ভরল না মাঠ! অর্ধেক ভর্তি ইডেনের ছবি ভাইরাল! টিকিটের দামই কি কারণ?

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালের আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। হায়দরাবাদকে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল কলকাতা। ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার, আজ সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল সেই দুই দলই। তবে এবার লিগের খেলায়। ব্যাটে-বলে দুরন্ত কেকেআর ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে এসআরএইচকে ( KKR vs SRH)। কলকাতা একেবারে খেলেছে চ্যাম্পিয়নদের মতোই। তবে এদিন ভরল না মাঠ! যা চমকে দেওয়ার মতো, অর্ধেক ভর্তি ইডেনের ছবি নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে এখন!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

বহু সমর্থক এক্স হ্যান্ডেলে প্রায় ফাঁকা গ্যালারির ছবি পোস্ট করেছেন! কেকেআরের ভক্তরা আইপিএল দলগুলির মধ্য়ে অত্য়ন্ত আবেগি সমর্থক হিসেবেই পরিচিত। এই আবেগ বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের সঙ্গেই তুলনীয়। তিলোত্তমা খেলা বলতে পাগল। এই শহর ক্রিকেট-ফুটবল জ্বরে সারাবছরই কাবু। সেখানে ইডেনের বিস্ময়কর দৃশ্য দেখে কেকেআর ফ্যানরা হতবাক। বরাহনগর থেকে খেলা দেখতে গিয়েছিলেন কেকেআরের অন্ধভক্ত তনুজিত্‍ দাস। বছর তিরিশের ভক্ত, জি ২৪ ঘণ্টা ডিজিটালকে ফোনে বললেন, 'প্রিয় দলের জয় দেখে খুশি যেমন হয়েছি, তেমনই অবাক হয়েছি প্রায় ফাঁকা ইডেন দেখে! কখনও এমন ইডেনের ছবি আগে দেখিনি আইপিএলে!' 

fallbacks

 

fallbacks

fallbacks

ভক্তদের একাংশের দাবি আইপিএল টিকিটের চড়া দামই মাঠ না ভরার প্রধান কারণ। ৬৫ হাজার দর্শক একসঙ্গে বসে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারেন। সিএবি-র তরফে জানানো হয়েছিল যে, রাত ৯ টা পর্যন্ত তাদের হিসেব বলছে যে, প্রায় ৩৪ হাজারের উপর দর্শকই এদিন খেলা দেখেছেন মাঠে। তবে আইপিএলের টিকিটের দাম যে মাঠের দর্শক কমিয়েছে, এ কথা অস্বীকার করার কোনও জায়গায় নেই। কারণ অনেকেই এখন মাঠে না গিয়ে ঘরে বসে খেলা দেখতে পছন্দ করেন। কারণ খেলা দেখা মানে তো শুধুই টিকিটের দাম নয়, আরও আনুষাঙ্গিক অনেক খরচই রয়েছে!

আরও পড়ুন: দুরন্ত ভেঙ্কি-বৈভব-বরুণ, ইডেনে নাইট ঝড়, নিশ্চিহ্ণ নিজামের শহর!

আরও পড়ুন: ১৪৩৫ উইকেটের মালিক, আচমকাই ছাড়লেন আইপিএল! বিরাট ধাক্কায় কেঁপে গেল ফ্র্যাঞ্চাইজি...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More