Home> খেলা
Advertisement

৪৫ বছর আগে এমন এক জিনিস ঘটেছিল, যা ক্রিকেটে পরে আর ঘটেনি

আজ ২৪ অক্টোবর। ক্রিকেট ইতিহাসের এমন একটি ঘটনা ঘটেছিল, আজকের দিনে, যা আর পরে কখনও ঘটেনি।

  ৪৫ বছর আগে এমন এক জিনিস ঘটেছিল, যা ক্রিকেটে পরে আর ঘটেনি

ওয়েব ডেস্ক: আজ ২৪ অক্টোবর। ক্রিকেট ইতিহাসের এমন একটি ঘটনা ঘটেছিল, আজকের দিনে, যা আর পরে কখনও ঘটেনি।
জানতে ইচ্ছে করছে কী সেটা? আচ্ছা বলে দিই, আজকের দিনেই একটি দেশের হয়ে দুজন ব্যাটসম্যান টেস্ট ইনিংস ওপেন করতে গিয়েছিলেন যাঁরা দুজনই একই মায়ের পেটের ভাই!
হ্যাঁ, ১৯৬৯ সালের ২৪ অক্টোবরের পর এমন ঘটনা আর কখনও ঘটেনি। যে দেশের হয়ে ওই দুই ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন সেই দেশের নাম পাকিস্তান। আর ওই দুই ওপেনারের নাম হানিফ মহম্মহ এবং শাদিক মহম্মদ। প্রসঙ্গত, কিংবদন্তি হানিফ মহম্মদের সেটাই ছিল শেষ টেস্ট। এর আগে প্রথম শ্রেনীর ক্রিকেটে তাঁর ৪৯৯ রানের বিশাল ইনিংসের রেকর্ডও ছিল! পরে অবশ্য ব্রায়ান লারা ৫০১ করে সেই রেকর্ড ভেঙে দেন।

Read More