Home> খেলা
Advertisement

Babul Supriyo-কে বানান শুধরে দিলেন Hanuma Vihari

সেই টুইটে  'বিহারী' বানান ইংরাজিতে ভুল লিখেছিলেন বাবুল সুপ্রিয়। বানান শুধরে দিলেন হনুমা বিহারী নিজেই।

Babul Supriyo-কে বানান শুধরে দিলেন Hanuma Vihari

নিজস্ব প্রতিবেদন: সিডনিতে হ্যামস্ট্রিং-এর চোট নিয়ে সাড়ে তিন ঘণ্টা ব্যাটিং। হনুমা বিহারীর লড়াইকে কুর্ণিশ জানান আপামর ভারতীয় ক্রিকেট সমর্থকরা।  কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয় টুইট করে হনুমা বিহারীকে 'ক্রিকেটের খুনি' বলেন। কিন্তু সেই টুইটে  'বিহারী' বানান ইংরাজিতে ভুল লিখেছিলেন বাবুল সুপ্রিয়। বানান শুধরে দিলেন হনুমা বিহারী নিজেই।

বাবুল সুপ্রিয় স্বীকার করে নেন, তিনি ক্রিকেটের কিছুই বোঝেন না। একজন সাধারণ ক্রিকেট সমর্থক হিসাবে ম্যাচ দেখার পর তাঁর যা মনে হয়েছে, সেটাই টুইটারে তিনি লিখেছেন। টুইটে বাবুল সুপ্রিয় লিখেছিলেন, ''১০৯ বল খেলে ৭! অপ্রিয় কথাটা বলতে হচ্ছে। হনুমা বিহারী যে শুধু ভারতের জয়ের সম্ভাবনাকে মাঠে মারল তাই নয়, ক্রিকেটেরও খুন করল। জিততে পারি, এই মনোভাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাও কিন্তু অপরাধ।''

আরও পড়ুন - Bird Flu আতঙ্ক বহু রাজ্যে, কড়কনাথ মুরগির অর্ডার বাতিল করলেন Dhoni

এরপর নেটিজেনরা বাবুল সুপ্রিয়র এমন টুইটকে মোটেও ভাল ভাবে নেননি। এবার হনুমা বিহারী নিজেই তাঁর নামের বানান সংশোধন করে টুইট করলেন। হনুমার পদবী বিহারী ইংরেজিতে B লিখেছিলেন বাবুল সুপ্রিয়। হনুমা নিজে V ব্যবহার করেন। সেটাই টুইটে উল্লেখ করেছেন সিডনি টেস্টের নায়ক।


আরও পড়ুন - Ind vs Aus: IPL-র কারণেই ভারতীয় দলে চোটের লম্বা লাইন: Justin Langer

Read More