Home> খেলা
Advertisement

ইরফান পাঠান ৩১

আজ ২৭ অক্টোবর। জন্মদিন গত দশকে দেশের সবথেকে প্রতিশ্রুতিমান ক্রিকেট অলরাউন্ডারের। যদিও, যতটা প্রতিভা নিয়ে তিনি কেরিয়ার শুরু করেছিলেন, কিন্তু এক যুগ পর দেখা গেল, তিনি সত্যিই নিজের প্রতিভার উপর সুবিচার করেননি।

ইরফান পাঠান ৩১

ওয়েব ডেস্ক: আজ ২৭ অক্টোবর। জন্মদিন গত দশকে দেশের সবথেকে প্রতিশ্রুতিমান ক্রিকেট অলরাউন্ডারের। যদিও, যতটা প্রতিভা নিয়ে তিনি কেরিয়ার শুরু করেছিলেন, কিন্তু এক যুগ পর দেখা গেল, তিনি সত্যিই নিজের প্রতিভার উপর সুবিচার করেননি।

হ্যাঁ, ঠিকই ধরেছেন। ইরফান পাঠানের কথাই বলা হচ্ছে। ২০০৩-০৪ মরশুমে দেশের জার্সিতে ক্রিকেট খেলা শুরু করেছিলেন পাঠান পরিবারের ছোট ভাই। কিন্তু দেশের জার্সিতে শেষ টেস্টও খেলেছেন সেই ২০০৮ এ। কেরিয়ারে খেললেন মাত্র ২৯টি টেস্ট! কেন এমন? এই প্রশ্ন করলে, উত্তর যে একেবারে কমন। গ্রেগ চ্যাপেল। ওই অসি ভদ্রলোক পাঠানকে অলরাউন্ডার বানাতে গিয়ে যে পেসার ইরফান পাঠানকেই নষ্ট করে ফেলেছেন। এটা আমজনতার বক্তব্য। আপনার মত কী?

Read More