নিজস্ব প্রতিবেদন - ফের বাবা হতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। আগামী জুলাইয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন হরভজনের স্ত্রী গীতা বসরা। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি পোস্ট করে এই খবর নিজেদের ফ্যানদের সঙ্গে শেয়ার করেন গীতা।
হরভজন ও গীতার ইতিমধ্যেই হিনায়া নামে এক কন্যাসন্তান আছে। স্বামী ও কন্যার সঙ্গে ছবি পোস্ট করে গীতা লেখেন, “আসছে......জুলাই ২০২১”। এই ছোট্ট পোস্ট ও সঙ্গে স্বামী ও কন্যার ছবি দিয়ে অর্থ বুঝিয়ে দেন গীতা। একটি ছবিতে দেখা যাচ্ছে গীতার মেয়ের হাতে একটি টি-শার্ট ধরা। তাতে লেখা, “খুব তাড়াতাড়ি বড় দিদি হতে চলেছি।”
আরও পড়ুন - ক্রিকেটের নন্দনকাননে দ্রাবিড়-লক্ষ্মণের অমর জুটির ২০ বছর পূর্ণ
এরপরেই বিভিন্ন সেলিব্রিটি ও সাধারণ ফ্যানেরা শুভেচ্ছা পাঠাতে থাকেন এই সিং দম্পতিকে। ক্রিকেটার সুরেশ রায়না থেকে বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া শুভেচ্ছাবার্তা পাঠান হরভজন ও তাঁর স্ত্রীকে।
প্রসঙ্গত, আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবেন হরভজন। আইপিএল নিলামে ২ কোটি টাকায় তাকে কেনে শাহরুখ খানের দল।