Home> খেলা
Advertisement

ICC World Cup 2019: ট্রেন্ট ব্রিজে বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ!

সঙ্গে অবশ্য আশার বাণীও রয়েছে, লাঞ্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।

ICC World Cup 2019: ট্রেন্ট ব্রিজে বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ!

নিজস্ব প্রতিবেদন :  বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দলের সামনে এবার নিউ জিল্যান্ড। যারা বিশ্বকাপে পর পর তিন ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে। বিশ্বকাপের আগে ওয়ার্ম-আপ ম্যাচে এই কিউইদের কাছেই হারতে হয়েছিল বিরাটবাহিনীকে। বিশ্বকাপে সেই হাইভোল্টেজ ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, এমনই পূর্বাভাস স্থানীয় আবহাওয়া দফতরের। সঙ্গে অবশ্য আশার বাণীও রয়েছে, লাঞ্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।


গত দুদিন ধরে নটিংহ্যামে বৃষ্টি হয়েই চলেছে। চলতি সপ্তাহে প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির জন্য সোমবার ভেস্তে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। তারপর বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে লাঞ্চ পর্যন্ত হালকা বৃষ্টি চলবে। সেক্ষেত্রে মাঠের পরিস্থিতি দেখে ওভার কমিয়ে ম্যাচ হওয়ার ক্ষীণ সম্ভাবনা থেকে যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভবনাই বেশি থাকছে।     

আরও পড়ুন - ICC World Cup 2019: বাংলাদেশ ম্যাচ খেলেই দেশে ফিরে আসবেন লাসিথ মালিঙ্গা!

Read More