নিজস্ব প্রতিবেদন : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল জুভেন্টাস। অন্যদিকে বাসেলের কাছে হারলেও গোল ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি।
⏰ RESULTS ⏰
— UEFA Champions League (@ChampionsLeague) March 7, 2018
Juventus & Manchester City reach the quarter-finals!
Which side will go further? #UCL pic.twitter.com/ZxaR1fFkKj
চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টটেনহ্যাম হটস্পার। বুধবার ওয়েম্বলিতে ৩৯ মিনিটে সন হুঙ মিনের গোলে এগিয়েও গিয়েছিল টটেনহ্যাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে দিবালা ও হিগুয়াইনের গোলে ম্যাচ জিতে নেয় জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস।
Another special #UCL night for @juventusfcen
— UEFA Champions League (@ChampionsLeague) March 7, 2018
How did you celebrate, Juve fans? pic.twitter.com/wtq4f94htK
অন্যদিকে ইত্তিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের অন্য প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইজারল্যান্ডের দল বাসেলের কাছে হেরে গেল ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম লেগে ৪-০ গোলে জিতেছিল সিটি। বুধবার ম্যাচের ৮ মিনিটে জেসাসের গোলে এগিয়ে গেলেও ১৭ এবং ৭১ মিনিটে গোল করে ম্যাচ জিতে নেয় বাসেল। ঘরের মাঠে ইউরোপ সেরার আসরে হারের স্বাদ পেল সিটি। তবে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি।
আরও পড়ুন- কাতালুনিয়া সুপার কাপে চ্যাম্পিয়ন বার্সেসোনা, দেখুন ভিডিও