Home> খেলা
Advertisement

ICC World Cup 2025: ফের ঘরের মাঠে বিশ্বকাপ! ঘোষিত দিনক্ষণ-ভেন‍্যু, ইডেনেও কি ম্যাচ?

ICC Confirms Official Venue And Dates For Upcoming World Cup 2025: ভারত-শ্রীলঙ্কায় যুগ্মভাবে মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপ। ঘোষিত দিনক্ষণ এবং ভেন‍্যু

ICC World Cup 2025: ফের ঘরের মাঠে বিশ্বকাপ! ঘোষিত দিনক্ষণ-ভেন‍্যু, ইডেনেও কি ম্যাচ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলাদের আসন্ন ওডিআই বিশ্বকাপ ( ICC Women's 50-over World Cup) যুগ্মভাবে অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা দুই দেশের মোট পাঁচটি ভেন্যু বেছে নিয়েছে। যেখানে প্রতিযোগিতার ১৩তম সংস্করণ অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ... 

ভারতের চার শহরে খেলা হবে। বিশ্বকাপের ম্যাচ পেয়েছে ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম। ওদিকে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে হবে খেলা।

আরও পড়ুন: ছাদনাতলায় কেকেআর স্টার, পাত্রী আবার দেশের সর্বকনিষ্ঠ সাংসদ! কে এই প্রিয়া সরোজ?

১২ বছর পর বেঙ্গালুরুতে মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফিরল। ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ স্মৃতি মন্ধানাদের আরসিবি-র ঘরের মাঠে হবে। ২৯ অক্টোবর গুয়াহাটি অথবা কলম্বোতে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

৩০ অক্টোবর বেঙ্গালুরুতে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২০২৫ মহিলা বিশ্বকাপের ফাইনাল ২ নভেম্বর (রবিবার) বেঙ্গালুরু অথবা কলম্বোর যে কোনোও একটিতে তা অনুষ্ঠিত হবে এবং দুই ফাইনালিস্টকে চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার জন্য কমপক্ষে দু'দিন সময় দেওয়া হবে।

ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান এই আট দল মেয়েদের বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছে।শেষবার ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের ওডিআই বিশ্বকাপ। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সাতবার মেয়েদের বিশ্বকাপ জিতেছে অজিরা। টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দলও তারা।

আরও পড়ুন: বাইশ গজে সন্ন্যাসের সুনামি! মহারথীর আচমকাই অবসরে স্তব্ধ বাইশ গজ, যুগের অবসান...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

Read More