Home> খেলা
Advertisement

IND vs SA, ICC T20 World Cup 2022: কার্তিকের চোট কতটা গুরুতর? কী আপডেট দিলেন ভুবনেশ্বর কুমার? জেনে নিন

'ফিনিশার'-এর তকমা দিয়ে তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতি ম্যাচে সুযোগ দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। কিপিংয়ে নজর কাড়লেও, ব্যাট হাতে একেবারেই পারফর্ম করতে পারেননি। 

IND vs SA, ICC T20 World Cup 2022: কার্তিকের চোট কতটা গুরুতর? কী আপডেট দিলেন ভুবনেশ্বর কুমার? জেনে নিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একে তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেটে হার। এরমধ্যে কোমরে চোট পেয়ে টিম ইন্ডিয়ার চাপ বাড়িয়ে দিলেন দীনেশ কার্তিক। রবিবার প্রোটিয়াসদের বিরুদ্ধে ভারতীয় দল যখন প্রায় হারের মুখে, ঠিক সেই সময় কোমরের ব্যথা নিয়ে পারথের মাঠ ছাড়েন অভিজ্ঞ উইকেটকিপার। কার্তিকের চোটের বিষয়ে এখনও কোনও আপডেট দেয়নি আইসিসি ও বিসিসিআই। যদিও এই বিষয়ে মুখ খুলেছেন ভুবনেশ্বর কুমার।  

সাংবাদিক সম্মেলনে এসে ভুবি বলেন, 'খেলার সময় কার্তিক কোমরে যন্ত্রণা অনুভব করে। সেইজন্য মাঠ ছাড়তে বাধ্য হয়। ম্যাচের পর ওর সঙ্গে দেখা হয়নি। আগে ফিজিও-র রিপোর্ট হাতে পাই তারপর ওর চোট কতটা বড় সেটা বুঝতে পারব।'

আরও পড়ুন: ICC T20 World Cup 2022, IND vs SA: 'কিলার মিলার'-মার্করামের পরাক্রমে জ্বলে গেল সূর্য কুমারের লড়াই

আরও পড়ুন: Diego Maradona: বিশ্বকাপজয়ী থেকে ফুটবলের ব্যাড বয়! সব বিতর্ক পেরিয়ে মারাদোনা 'ফুটবল রাজপুত্র', শুধুই এক কিংবদন্তি

'ফিনিশার'-এর তকমা দিয়ে তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতি ম্যাচে সুযোগ দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। কিপিংয়ে নজর কাড়লেও, ব্যাট হাতে একেবারেই পারফর্ম করতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে সফল হননি তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাটিং করার সুযোগ পাননি 'ডিকে'। এদিন তাঁর কাছে সবচেয়ে ভালো সুযোগ ছিল। তবে নিজেকে মেলে ধরতে ফের একবার ব্যর্থ হলেন কার্তিক। এরপরেও কি কার্তিককে পরবর্তী ম্যাচগুলোতে টিম ম্যানেজমেন্ট সুযোগ পাবে? সেটাই দেখার বিষয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More