Home> খেলা
Advertisement

IND vs AUS Champions Trophy 2025 Semi-Final: স্মিথ-ক্যারের ব্যাটে ভারতকে ২৬৫ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

IND vs AUS Champions Trophy 2025 Semi-Final: ফাইনালের টিকিট কনফার্মড করতে রোহিতদের এবার দায়িত্ব নিতে হবে...

IND vs AUS Champions Trophy 2025 Semi-Final: স্মিথ-ক্যারের ব্যাটে ভারতকে ২৬৫ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে (IND vs AUS Champions Trophy 2025 Semi-Final) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত মুখোমুখি হয়েছে স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়ার। যে জিতবে, সে চলে যাবে ফাইনালে।  

অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কুপার কনোলিকে নিয়ে ট্রাভিস হেড ওপেন করতে নেমেছিলেন এদিন। তৃতীয় ওভারেই মহম্মদ শামির বলে কেএল রাহুলের হাতে ক্য়াচ তুলে দেন তিনি। কোনও রান না করেই ফেরেন তিনি।

এরপর ভয়ংকর হেড কিছুক্ষণ তাণ্ডব চালান তিনে নামা স্মিথকে নিয়ে। যদিও হেডকে দ্রুত ফিরিয়ে ভারতকে স্বস্তি দিয়েছেন বরুণ চক্রবর্তী। হেড ৩৩ বলে ৩৯ রান করে ফেরেন। ৫ চার ও ২ ছক্কায় ব্যাট করেছিলেন ১১৮.১৮-এর স্ট্রাইক রেটে...

আরও পড়ুন: মহাযুদ্ধে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া! কেন নীল জার্সিতে জুড়েছে কালো কাপড়?

দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া কিন্তু চাপ স্বীকার করেনি। স্মিথ ও মার্নাস লাবুশানে মিলে ভারতের বোলারদের চাপে রাখেন। ৩৬ বলে ২৯ করে ফেরেন লাবুশানে। এরপর পাঁচে নাম জশ ইংলিসও ফেরেন ১২ বলে ১১ রান করে। রবীন্দ্র জাদেজা তুলে নেন পরপর দুই উইকেট। 

স্মিথ ও অ্যালেক্স ক্যারে রান তোলার দায়িত্ব নিয়েছিলেন। ৯৬ বলে ৭৩ রানের ইনিংস খেলে স্মিথকে বোল্ড করে দেন শামি। স্মিথ যখন ফেরেন তখন অজিরা ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছিল ৩৭ ওভারের ভিতর। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

সাতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল এদিন ব্যাট চালাতে পারেননি। মাত্র ৭ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে যান। আটে নামা বেন ডোয়ারশিশ করেন ১৯ রান। হেড-লাবুশানে-স্মিথরা চলে গেলেও ক্যারে ছিলেন ৪৭ ওভার পর্যন্ত। ৫৭ বলে ৬০ রান করে ফেরেন তিনি। শ্রেয়স আইয়ার দুরন্ত রানআউট করেন তাঁকে। নির্ধারিত ওভারে অস্ট্রেলিয়া ১০ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলল। ভারতের হয়ে শামি নিলেন তিন উইকেট, জাদেজা-বরুণ পেলেন দুই উইকেট করে। এক উইকেট অক্ষর-হার্দিকের। 

আরও পড়ুন:  চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেঞ্চেই বসেছেন পন্থ, তবে সেমিফাইনালের আগেই পেলেন বিরাট খবর!‌

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More