Home> খেলা
Advertisement

Jemimah Rodrigues, IND vs BANG 2nd Womens ODI: জেমাইমার অলরাউন্ড পারফরম্যান্সের দাপটে বাংলাদেশের বিরুদ্ধে সমতা ফেরাল হরমনের ভারত

বুধবার অর্থাৎ ১৯ জুলাই, মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা (Nigar Sultana)। প্রিয়া পুনিয়াকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। তারকা ওপেনার স্মৃতি মান্ধানা (Smirti Mandhana) ৫৮ বলে ৩৬ রান করলেও, ভারত চাপেই ছিল।

Jemimah Rodrigues, IND vs BANG 2nd Womens ODI: জেমাইমার অলরাউন্ড পারফরম্যান্সের দাপটে বাংলাদেশের বিরুদ্ধে সমতা ফেরাল হরমনের ভারত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম একদিনের ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৪০ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল (Indian Womens Cricket Team)। তবে দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশকে (Bangladesh Womens Cricket Team) ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) প্রমীলাবাহিনী। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে দলের জয়ে বড় ভূমিকা নিলেন জেমাইমা রড্রিগেজ (Jemimah Rodrigues)। ৭৮ বলে ৮৬ রান করার পাশাপাশি মাত্র ৩ রানে ৪ উইকেট নিয়ে সিরিজে ভারতের আশা বাঁচিয়ে রাখলেন জেমাইমা। স্বভাবতই হলেন 'ম্যাচের সেরা'। ৩০ রানে ৩ উইকেট নিলেন দেভিকা বৈদ্য (Devika Vaidya)। 

বুধবার অর্থাৎ ১৯ জুলাই, মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা (Nigar Sultana)। প্রিয়া পুনিয়াকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। তারকা ওপেনার স্মৃতি মান্ধানা (Smirti Mandhana) ৫৮ বলে ৩৬ রান করলেও, ভারত চাপেই ছিল। কারণ তিন নম্বরে নামা ইয়াস্তিকা ভাটিয়া (Yastika Bhatia) মাত্র ১৫ রানে আউট হয়ে যান। ফলে মাত্র ৬৮ রানেই ৩ উইকেট হারায় ভারত। 

তবে চাপের মুখে চুপসে না গিয়ে সেখান থেকে পালটা লড়াই শুরু করে দেন হরমন ও জেমাইমা। চতুর্থ উইকেটে দু'জন ৭৩ রান তোলেন। সেখানেই ম্যাচ ঘুরে যায়। হরমন ৮৮ বলে ৫২ রানে আউট হলেও, থেমে ছিলেন না জেমাইমা। ৪৯ ওভার পর্যন্ত ক্রিজে থেকে মারমুখী মেজাজে করেছিলেন ৭৮ বলে ৮৬ রান। ১১০.২৫ স্ট্রাইক রেট বজায় রেখে এই ইনিংস ৯টি চার দিয়ে সাজানো ছিল। লোয়ার অর্ডারে এসে ৩৬ বলে ২৫ রান করে যান হারলিন দেওয়ল। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান তোলে ভারতের মহিলা দল। নাহিদা আখতার ৩৭ রানে ২ ও সুলতানা খাতুন ৪১ রানে ২ নিয়েছিলেন। 

আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2023: কবে রোহিত বনাম বাবরের 'মাদার অফ অল ব্যাটল'? চলে এল বড় আপডেট

আরও পড়ুন: 2026 Commonwealth Games: অলিম্পিক্সের সঙ্গে এবার কমনওয়েলথ গেমসের জন্যও বিড করতে পারে আহমেদাবাদ

fallbacks

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ। এবারও দলের স্বার্থে ফের একবার বাইশ গজের যুদ্ধে পারফর্ম করলেন জেমাইমা। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন লেগ ব্রেক বোলার দেভিকা। দুজনের দাপুটে স্পেলের কাছে নতজানু হয় বাংলাদেশের ব্যাটাররা। ফারগানা হক ৪৭ ও ঋতু মনি ২৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা  করেছিলেন। তবে লাভ হয়নি। জেমাইমার বোলিং ফিগার ছিল দেখার মতো (৩.১-০-৩-৪)। সেখানে দেভিকার বোলিং ফিগার ছিল (৮-০-৩০-৩)। ফলে অনায়াসে ১০৮ রানে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। 

সিরিজের শেষ একদিনের ম্যাচ ২২ জুলাই আয়োজিত হবে। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল ভারতের প্রমীলাবাহিনী। আপাতত একদিনের সিরিজ ১-১ ফলাফলে দাঁড়িয়ে রয়েছে। এমন প্রেক্ষাপটে ভারত কি ফের একটা সিরিজ জিততে পারবে? সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More