Home> খেলা
Advertisement

IND vs NZ 2020: চোটের কারণে নেই রোহিত, টেস্ট দলে ডাক পেলেন শুভমান-সাইনি

কে কে জায়গা পেলেন দলে?

IND vs NZ 2020: চোটের কারণে নেই রোহিত, টেস্ট দলে ডাক পেলেন শুভমান-সাইনি

নিজস্ব প্রতিবেদন : নিউ জিল্যান্ড সফরের জন্য দুই টেস্টের দল ঘোষণা করলেন নির্বাচকরা। চোটের কারণে টেস্ট দলে নেই হিটম্যান রোহিত শর্মা। প্রাথমিকভাবে ১৬ জনের নাম ঘোষণা করেছেন নির্বাচকরা।

রবিবার নিউ জিল্যান্ডের সঙ্গে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাঁ পায়ের কাফ মাসেলে টান লাগে সহ অধিনায়ক রোহিত শর্মার। এরপর সোমবার হ্যামিলটনে এমআরআই হয় তাঁর। সেই চোটের কারণেই  কিউইদের বিরুদ্ধে একদিনের ও টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা রোহিতের জায়গায় একদিনের সিরিজের স্কোয়াডে মায়াঙ্ক আগরওয়ালের নাম ঘোষণা করেছেন নির্বাচকরা।

টেস্ট দলে ফের ডাক পেলেন পৃথ্বি শ। দলে নতুন মুখ শুভমান গিল এবং নভদীপ সাইনি। ভারতীয় এ দলের নিউ জিল্যান্ড সফরে সদ্য দ্বিশতরান করেই টেস্ট দলে ঢোকার জন্য জোরালো দাবিদার হয়ে ওঠেন শুভমান

অন্যদিকে, ফিট থাকলে ইশান্ত শর্মাকে টেস্ট দলে নেওয়ার কথাও ঘোষণা করেছেন তাঁরা। আরও পড়ুন, IND vs NZ 2020:বড় ধাক্কা! চোটের জন্য বাকি নিউ জিল্যান্ড সফর থেকেই ছিটকে গেলেন রোহিত শর্মা

একনজরে দেখে নিন, কে কে জায়গা পেল টেস্ট দলে-

বিরাট কোহলি (অধিনায়ক)
মায়াঙ্ক আগরওয়াল
পৃথ্বী শ
শুবমান গিল
চেতেশ্বর পূজারা
অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক)
হনুমা বিহারি
ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার)
ঋষভ পান্ট (উইকেটকিপার)
রবিচন্দন অশ্বিন
রবীন্দ্র জাদেজা
জসপ্রীত বুমরাহ
উমেশ যাদব
মহম্মদ শামি
নভদীপ সাইনি
ইশান্ত শর্মা

Read More