নিজস্ব প্রতিবেদন: ভাল শুরু করেও সিডনিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং লাইন আপ। একা লড়লেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ২৪৪ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৯৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া (Team India)।
What a session for Australia!
— ICC (@ICC) January 9, 2021
They have bowled India out for 244 and it's time for a tea break #AUSvIND scorecard https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/a0iGTa7BYt
অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ছিল ২ উইকেট হারিয়ে ৯৬ রান। ক্রিজে ছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। মেলবোর্নে সেঞ্চুরি পেলেও সিডনিতে মাত্র ২২ রান করলেন রাহানে (Ajinkya Rahane)। তবে একদিক ধরে থাকলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ফের ব্যর্থ হনুমা বিহারী (Hanuma Vihari)। করলেন মাত্র ৪ রান। ঋষভ পন্থ (Rishabh Pant) ৩৬ রান করেন। হাফ সেঞ্চুরি করেই আউট হলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ২৮ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। প্যাট কামিন্সের (Pat Cummins) দাপটে ভারতীয় ব্যাটিং দিশেহারা। নিলেন চারটি উইকেট। সেই সঙ্গে তিন তিনটে রান আউট ভারতীয় ইনিংসে।
আরও পড়ুন - Ind vs Aus: সিডনিতে স্লেজিং শুরু অজিদের... Gill-এর মনসংযোগ ভাঙার চেষ্টা Labuschagne-এর
২৪৪ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ফলে সিডনি টেস্টে ৯৪ রানের লিড নিয়ে নিল অজিরা।
আরও পড়ুন - আমি ফার্মে এলে বাজারে পাঠানোর মতো আর স্ট্রবেরি থাকবে না: MS Dhoni