Home> খেলা
Advertisement

ICC Test Rankings: New Zealand কে সরিয়ে ফের টেস্টের ১ নম্বর দল India

সোমবার সকালে ৪৫ মিনিটে ভারত জয়ের জন্য প্রয়োজনীয় ৫ উইকেট তুলে নেয়।

ICC Test Rankings: New Zealand কে সরিয়ে ফের টেস্টের ১ নম্বর দল India

নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলি অ্যান্ড কোং মুম্বই টেস্ট ৩৭২ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ জিতে নিয়েছে। এর সঙ্গেই ফের একবার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) হারানো আসন পুনরুদ্ধার করল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে সরিয়ে একে চলে এল ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড চলে এল দুয়ে। 

১২৪ পয়েন্টের সুবাদে এখন একে কোহলির টিম। তিনে অস্ট্রেলিয়া (১০৮) ও চারে ইংল্যান্ড (১০৭)। ২০২০ সালের মে মাসে ভারত এক নম্বর আসন খুইয়েছিল। ২০১৬-১৭ মরসুমে একে এসেছিল ভারত। সেই সময় ভারত পাঁচটি টেস্ট সিরিজ খেলেছিল। পাঁচটিই জেতে তারা। এর মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডও ছিল। ভারত সেই সেময় রেকর্ড সংখ্যক ১২টি টেস্ট জিতেছিল। হারতে হয়েছিল একটিতে। সেই সময় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাছেও হারে এবং ক্যাঙারু বাহিনীকে পরাজয় স্বীকার করতে হয় ভারতের কাছেও।

আরও পড়ুন: INDvsNZ: New Zealand-কে উড়িয়ে South Africa সফর নিয়ে হুঙ্কার দিলেন Virat Kohli

দুই ম্য়াচের টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের যবনিকা পতন হয়ে গেল মাত্র চার দিনের মধ্যেই! সোমবার সকালে ৪৫ মিনিটে ভারত জয়ের জন্য প্রয়োজনীয় ৫ উইকেট তুলে নিউজিল্যান্ডকে ১৬৭ রানে গুটিয়ে দিল। বিরাট কোহলি অ্যান্ড কোং মুম্বই টেস্ট জিতে নেয় ৩৭২ রানে। এই নিয়ে ঘরের মাঠে টানা ১৪তম সিরিজ জয়ের সঙ্গেই টিম ইন্ডিয়া তাদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের (রানের মার্জিনে) নজির গড়ল।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More