নিজস্ব প্রতিবেদন: বাইক দুর্ঘটনা, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বরোদার প্রাক্তন কোচ জ্যাকব মার্টিন। কোচের দ্রুত আরগ্য কামনা করে টুইট করেছেন ইউসুফ পাঠান। টুইটে আইপিএল তারকা লিখেছেন, “দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বরোদার প্রাক্তন কোচ জ্যাকব মার্টিন। জ্যাকব ভাই, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।”
আরও পড়ুন- ভাইরাল বুমরাকে নকল করা বোলারের ভিডিও, ভারতীয় পেসারদের প্রেমে অজি খুদেরা
Former India cricketer and ex-Baroda coach Jacob Martin met with an accident and is in the hospital.
— Yusuf Pathan (@iamyusufpathan) January 9, 2019
Wish you a speedy recovery Jacob bhai and praying for your wellbeing. #getwellsoon pic.twitter.com/FDUNI74i3C
উল্লেখ্য, জ্যাকব মার্টিন ভারতীয় দলের হয়ে ১০টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। তিনি শেষ ম্যাচটি খেলেছিলেন ২০০১ সালের অক্টোবরে। কেনিয়ার বিরুদ্ধে ওটাই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর কোচিংয়ের কাজে যোগ দেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে দশ হাজারের কাছাকাছি রান করা এই ক্রিকেটার পরবর্তী সময়ে বরোদারই কোচ হন। তাঁর হাত দিয়েই ভারতীয় ক্রিকেট পেয়েছে ইউসুফ ও ইরফান পাঠানের মতো প্রতিভাকে।
আরও পড়ুন- ঋষভ আলোয় অন্ধকারে ঋদ্ধি! কামব্যাক কঠিন, বলছেন কুম্বলে