Home> খেলা
Advertisement

India Pakistan War Operation Sindoor: 'ধর্ম রক্ষতি রক্ষিতঃ'! মনুসংহিতার শ্লোকাংশেই প্রত্যাঘাত! এবার অ্যাকশন 'নীল সেনা'র...


India Pakistan War Operation Sindoor: ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ও প্রাক্তন তারকারা এবার 'জয় হিন্দ' ধ্বনি তুললেন। ভারতীয় সেনার সমর্থনে গলা ফাটালেন গম্ভীররা

India Pakistan War Operation Sindoor: 'ধর্ম রক্ষতি রক্ষিতঃ'! মনুসংহিতার শ্লোকাংশেই প্রত্যাঘাত! এবার অ্যাকশন 'নীল সেনা'র...

Operation Sinddor: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করল ভারত। বুধবার মাঝরাত থেকে ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করা শুরু করেছে। চলছে সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। ভারতীয় আকাশসীমা লঙ্ঘন না করেই নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় সেনা। পাক-অধিকৃত কাশ্মীরের অন্তর্গত বাহাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed, JeM) হেডকোয়ার্টারও নিশ্চিহ্ণ করে দিয়েছে ভারত। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার (Masood Azhar)। ভারতের প্রত্যাঘাতে তার পরিবারের ১০ সদস্য নিহত বলেই খবর। এমনকী মৃত তার ৪ সহযোগীও। 

আরও পড়ুন: 'পাক্কা বোকা...'! আটারির ওপার থেকে গাভাসকরকে পালটা, জোট বাঁধলেন মিয়াঁদাদ-সহ তিন

fallbacks

এবার 'জয় হিন্দ' ধ্বনি তুললেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান তারকারা। ভারতীয় সেনার সমর্থনে শুরুটা করলেন টিম ইন্ডিয়ার হেড কোচ ও জোড়া বিশ্বকাপ জয়ী ওপেনার গৌতম গম্ভীর, একে একে তাঁর টিমে যোগ দিলেন বীরেন্দ্র শেহওয়াগ, সুরেশ রায়না, বরুণ চক্রবর্তী ও আকাশ চোপড়া। শেহওয়াগ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ধর্ম রক্ষতি রক্ষিতঃ'। মনুসংহিতার এই শ্লোকাংশ পাওয়া যায় মহাভারতেও। যার মানে- 'ধর্ম তাদের রক্ষা করে যারা ধর্ম রক্ষা করে'। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের পর এই প্রথম ভারতীয় সেনার তিন বাহিনী একযোগে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) ভিতরে সন্ত্রাসবাদী ঘাঁটির বিরুদ্ধে দুর্ধর্ষ অভিযান চালাল। 

fallbacks

আরও পড়ুন: আইপিএল জালিয়াত-প্রতারকদের দল', পন্থের নেতৃত্বে ১১ জনের তালিকায় মহারথীদের ছড়াছড়ি!
 

পিওকে-তে পহেলগাঁও হামলায় জড়িত  ৯ জঙ্গি ডেরায় ভারতের 'Precison Attack' বা নির্ভুল আঘাতের পরই পাকিস্তানের তরফে পালটা ভারতীয় আকাশসীমায় ঢোকার চেষ্টা করা হয়। যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। পুলওয়ামা জেলার পাম্পোরে শহরের ইউয়ান এলাকায় গুলি করে নামানো হয় পাক যুদ্ধবিমান JF-17 কে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঘুরছে সেই ছবি। যেখানে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে পড়ে রয়েছে একটি যুদ্ধবিমানের কাঠামোর মতো ধ্বংসাবশেষ। আর কয়েকজন দমকলকর্মী সেই আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এই নিয়ে ভারতীয় সেনার তরফে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। 

 
 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More