জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিত শর্মারা (Rohit Sharma) তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়ছে (ICC World Test Championship 2023-2025)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ভারত টেস্ট সিরিজ ১-০ জিতল ঠিকই। তবে তুমুল বৃষ্টির জন্য মধুরেণ সমাপয়েৎ হল না রোহিত অ্যান্ড কোংয়ের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে (World Test Championship 2023-2025 Points Table) পিছলে গেল ভারত। ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টের পঞ্চম তথা শেষ দিনই ছিল ফয়সলার।
আরও পড়ুন: Rohit Sharma | WI vs IND: অতীতে কেউ করতে পারেননি এই কাজ! ইতিহাস লিখলেন ভারত অধিনায়ক
টেস্ট জয়ের জন্য উইন্ডিজের টার্গেট ছিল ৩৬৫ রান। চতুর্থ দিনের শেষে ক্রেগ ব্রেথওয়েটের দল ৭৬ রান তুলতে গিয়ে ২ উইকেট হারিয়ে ফেলেছে। তাঁদের প্রয়োজন আর ২৮৯ রান। ভারতের দরকার ছিল আর আট উইকেট। বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। আর ঠিক সেটাই ঘটল। একটি বলও করা যায়নি পঞ্চম দিনে। ফলে টেস্ট ড্র হয়ে যায়। আর টেস্ট ড্র হতেই ভারতের আর পুরো ২৪ পয়েন্ট পাওয়া হল না। পয়েন্ট পার্সেন্টেজ সিস্টেম ওরফে পিসিটি অনুযায়ী কোনও দল টেস্ট জিতলে ১২ পয়েন্ট পায়, ড্রয়ের জন্য আসে ৬ পয়েন্ট। অন্যদিকে পাকিস্তান এই মুহূর্তে খেলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম টেস্ট জয়ের জন্য বাবর আজমদের জয়-পরাজয়ের হারে পাকিস্তান দাঁড়িয়ে আছে ১০০ শতাংশে। ভারত সেখানে ৬৬.৬৭। পিসিটি-র বিচারে তিনে অস্ট্রেলিয়া ৫৪.১৭। চারে ইংল্যান্ড ২৯.১৭ ও পাঁচে ওয়েস্ট ইন্ডিজ ১৬.৬৭ ও ছয়ে শ্রীলঙ্কা (খাতা খুলতে পারেনি)।
উইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় প্রথম টেস্ট দাপটের সঙ্গে জিতেছিল ভারত। তিন দিনের মধ্যে খেলা শেষ হয়ে গিয়েছিল। ইনিংস ও ১৪১ রানে ব্রেথওয়েটদের হারিয়ে দিয়েছিল ভারত!ত্রিনিদাদ টেস্ট ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট। টেস্ট শেষ এবার তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচ ২৭ জুলাই, বার্বাডোজের কেনসিংটন ওভালে। দ্বিতীয় ওয়ানডে ২৯ জুলাই, এই কেনসিংটন ওভালেই। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ ১ অগাস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দু'দিনের মধ্যে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। যে ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে ম্যাচ খেলবে, সেই স্টেডিয়ামেই শুভারম্ভ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের। ৩ আগস্ট প্রথম কুড়ি ওভারের যুদ্ধ। ৬ আগস্ট দ্বিতীয় টি-২০ ম্যাচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। তৃতীয় টি-২০ ৮ আগস্ট এই মাঠেই। চতুর্থ (১২ আগস্ট) ও পঞ্চম টি-২০ ম্যাচ (১৩ আগস্ট) দু'টি হবে মার্কিন মুলুকে। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে।
আরও পড়ুন: Most Expensive House Among Indian Cricketers: সবচেয়ে দামি বাড়ি এই ক্রিকেটারের! টাকার অঙ্ক আকাশছোয়া