Home> খেলা
Advertisement

কাল শ্রীলঙ্কা সফরের দলগঠন, থাকতে পারে চমক

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল নির্বাচন হবে আগামিকাল, বৃহস্পতিবার দিল্লিতে। পাঁচ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। তিন টেস্টের সিরিজের যে ভারতীয় দল গঠিত হবে সূত্রের খবর তাতে চমক থাকবে।

কাল শ্রীলঙ্কা সফরের দলগঠন, থাকতে পারে চমক

ওয়েব ডেস্ক: আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল নির্বাচন হবে আগামিকাল, বৃহস্পতিবার দিল্লিতে। পাঁচ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। তিন টেস্টের সিরিজের যে ভারতীয় দল গঠিত হবে সূত্রের খবর তাতে চমক থাকবে।

বিদেশের মাটিতে টেস্টে ভাল ফল করতে মরিয়া বিসিসিআই। শোনা যাচ্ছে নির্বাচকরা চাইছেন বিরাট কোহলির হাতে নতুন ক্রিকেটার তুলে দিতে চান। হরভজন সিংকে দলে রাখা হচ্ছে সেটা একপ্রকার নিশ্চিত। ধোনির পরিবর্তে ঋদ্ধিমান সাহার সুযোগ পেতে চলেছেন। তবে মিডল অর্ডারে নতুন মুখ আসতে চলেছে।

১২ অগাস্ট থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ। পাঁছ বছর আগে শেষ যে শ্রীলঙ্কায় দুই দেশে টেস্টে খেলেছিল, সেবার সিরিজ শেষ হয়েছিল ১-১। এবারের সিরিজ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন কুমারা সাঙ্গাকারা।

টেস্ট সিরিজের ক্রীড়াসূচি-

প্রথম টেস্ট-১২ অগাস্ট থেকে শুরু-গলে

দ্বিতীয় টেস্ট-২০ অগাস্ট থেকে শুরু-তামিল ইউনিয়ান ওভালে

তৃতীয় টেস্ট-২৮ অগাস্ট থেকে শুরু-কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

 

Read More