নিজস্ব প্রতিবেদন : আর কিছুক্ষণ পরেই শারজায় এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাহরিনের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হতে পারে সুনীলদের। সেক্ষেত্রে থাইল্যান্ড-সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। ড্র নয় জিতেই এশিয়ান কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চাইছে মেন ইন ব্লু। আজ বাহরিনের বিরুদ্ধে অধিনায়কের আর্মব্যান্ড থাকবে প্রণয় হালদারের হাতে।
আরও পড়ুন - ড্র করলেই শেষ ষোলো! বাহরিনকে হারিয়েই এশিয়ান কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে যেতে মরিয়া সুনীলরা
থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই আয়োজক আরব আমিরশাহির কাছে মুখ থুবড়ে পড়ে স্টিফেন কনস্টানটাইনের দল। বাহরিনের বিরুদ্ধে জয়ের ছন্দে ফিরতে মরিয়া সুনীল-জেজেরা। এদিকে পরিসংখ্যান আবার ভারতের অন্যতম প্রতিপক্ষ। কারণ বাহরিনকে কোনওদিন হারাতে পারে নি ভারত। তাই আজ পরিসংখ্যান বদলে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে ভারত। এই ম্যাচেই প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াকে ছুঁয়ে ফেলবেন সুনীল ছেত্রী। জাতীয় দলের জার্সিতে দুই জনেরই ম্যাচ সংখ্যা হবে ১০৭।
Where will you be watching tonight's game? #BackTheBlue #BlueTigers #IndianFootball #AsianDream #INDBAH
— Indian Football Team (@IndianFootball) January 14, 2019
AFC Media pic.twitter.com/RonDkFEfb8
* এএফসি এশিয়ান কাপে ভারত বনাম বাহরিন ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ঠিক রাত ৯ :৩০
* শারজা থেকে ভারত-বাহরিন ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২এইচডি, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস-১(হিন্দি), স্টার স্পোর্টস-১ এইচডি(হিন্দি)
* মহারণের লাইভ স্টিমিং দেখতে পাবেন হটস্টারে।