Home> খেলা
Advertisement

গোধূলির কঠিন সময়ে গোলাপি বলে অনুশীলন ভারতের, মরিয়া ব্যাটিং বিরাটের

পড়ন্ত বিকেল কিংবা সন্ধের শুরু। আলো-আঁধারের সন্ধিক্ষণের সময়টাই দিন রাতের টেস্টে সব চেয়ে কঠিন সময়।

গোধূলির কঠিন সময়ে গোলাপি বলে অনুশীলন ভারতের, মরিয়া ব্যাটিং বিরাটের

সুখেন্দু সরকার: লাল বল ও গোলাপি বলের মধ্যে ফারাক শুধু রঙের। লাল বল তৈরি করে কোকাবুরা। গোলাপি বল এসজি-র। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, দিন রাতের টেস্টে গোধূলি বেলায় গোলাপি বলে খেলাই চ্যালেঞ্জিং। বুধবার ইডেনে একই কথাই বলেছেন ঋদ্ধিমান সাহা। কলকাতায় প্রথম দিনের অনুশীলনে তাই পড়ন্ত বিকেলে বেছে নিয়েছেন বিরাটরা।  

পড়ন্ত বিকেল কিংবা সন্ধের শুরু। আলো-আঁধারের সন্ধিক্ষণের সময়টাই দিন রাতের টেস্টে সব চেয়ে কঠিন সময়। সেটা ব্যাটসম্যান হোক কিংবা ফিল্ডার সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই তো ঋদ্ধি পরিষ্কার বলেদিলেন, " ব্যাকগ্রাউন্ড পরিষ্কার না হলে গোলাপি বলে খেলা বেশ কঠিন। পিঙ্ক বল পুরোনো হলে কেমন হবে সেটা বলা বেশ কঠিন।" 

fallbacks

মঙ্গলবার টিম ইন্ডিয়া শহরে পৌঁছেছে। বুধবার বিকেলে অনুশীলনে নামেন ক্রিকেটাররা। রোহিত, রাহানে, পূজারা, ময়াঙ্করা পড়ন্ত বিকেলে ইডেনের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন। তখনও দিনের আলো,  জ্বলতে শুরু করেছে ফ্লাড লাইট- সেই সময়ে জমিয়ে ব্যাটিং অনুশীলন করলেন ভারতীয় ব্যাটসম্যানরা। অধিনায়ক বিরাট কোহলি প্রথমে পেসার, তারপর সামলালেন স্পিন। প্রথম টেস্টে ইন্দোরে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন অধিনায়ক। গোলাপি বলে ভারতের প্রথম টেস্টে তাই  স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর কিং কোহলি। তাই বোধ হয় বাড়তি চেষ্টা ক্যাপ্টেন কোহলির। 

fallbacks

২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইডেনে দিন রাতের টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচেও ৩ পেসার খেলানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে ইন্দোরের প্রথম একাদশ অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন- মহারাষ্ট্রে অচলাবস্থার মধ্যে মোদীর সঙ্গে বৈঠক শরদের, অসন্তুষ্ট কংগ্রেস

Read More