Home> খেলা
Advertisement

Rohit Sharma: কেমন আছেন রোহিত? আপডেট দিলেন একরত্তি কন্যা! দেখুন মন ছুঁয়ে নেওয়া ভিডিও

 বার্মিংহ্যাম টেস্টে রোহিতের খেলা নিয়ে রয়েছে রীতিমতো সংশয়। রোহিতের কভার হিসাবে ময়াঙ্ক আগরওয়ালকে উড়িয়ে আনা হয়েছে বার্মিংহ্যামে। 

Rohit Sharma: কেমন আছেন রোহিত? আপডেট দিলেন একরত্তি কন্যা! দেখুন মন ছুঁয়ে নেওয়া ভিডিও

নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলির পর করোনায় আক্রান্ত হয়েছেন রোহিত শর্মা। লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে রোহিত ব্যাট করলেও দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। স্বাস্থ্যবিধি মেনে রোহিত এখন হোটেলের ঘরে নিভৃতবাসে রয়েছেন। আগামী ১-৫ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। গতবছরের অসমাপ্ত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু শুক্রবার থেকে।

এই টেস্টে রোহিতের খেলা নিয়ে রয়েছে রীতিমতো সংশয়। রোহিতের কভার হিসাবে ময়াঙ্ক আগরওয়ালকে উড়িয়ে আনা হয়েছে বার্মিংহ্যামে। এখন প্রশ্ন কেমন আছেন রোহিত? তাঁর একরত্তি কন্যা সামাইরাই সেই আপডেট দিয়েছে। হোটেলে এক সাংবাদিক সামাইরাকেই তাঁর বাবার কথা জিজ্ঞাসা করেছিলেন। সামাইরা বাবার যে আপডেট দিয়েছে, সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে। ছোট্ট সামাইরা জানিয়েছে যে, তাঁর বাবা এখন হোটেলের ঘরে বিশ্রাম নিচ্ছে।

 
বিরাট-রোহিত কোভিড আক্রান্ত হওয়ার পর থেকে নড়েচড়ে বসেছে বিসিসিআই। টিম ইন্ডিয়ার অধিনায়ক করোনা আক্রান্ত হওয়ার পরেও, যে ভাবে ভারতীয় দলের ক্রিকেটাররা হোটেলের বাইরে ঘুড়ে বেড়াচ্ছেন। সেটা কোনওমতেই মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সেইজন্য বিরাট কোহলিসহ ক্রিকেটারদের হোটেলে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে ভারতের বিরুদ্ধে কিউয়ি বধের দলই ধরে রেখেছে ইংল্যান্ড। শুধু এসেছেন স্যাম বিলিংস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে বেন ফোকস করোনা আক্রান্ত হওয়ায় বিলিংসের আগমন। কলকাতা নাইট রাইডার্সের এই উইকেটরক্ষক ফোকসের কভার।

আরও পড়ুন: ENG vs IND: রোহিতদের বিরুদ্ধে আগুনে দল বেছে নিলেন স্টোকসরা! দেখে নিন রয়েছেন যাঁরা

আরও পড়ুনBen Stokes: 'ঘটবে ঠিক এমনটাই!' ভারতকে চরম হুঁশিয়ারি ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকসের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

 

Read More