নিজস্ব প্রতিবেদন: টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে পুরনো ম্যাজিক ফিরে পেলেন মাহেন্দ্র সিং ধোনি। মাঠে সেই ধোনি ধোনি চিত্কার। সেঞ্চুরিয়নে টিটোয়েন্টি কেরিয়ারে দ্বিতীয় অর্ধ শতরান করলেন মাহি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন মণীশ পাণ্ডে। ৪ উইকেটে ১৮৮ রান তুলল টিম ইন্ডিয়া।
সেঞ্চুরিয়নে এদিন মেঘলা আকাশ। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেপি ডুমিনি। শুরুতে ফের আউট হন রোহিত শর্মা। শিখর ধবন-বিরাট কোহলিও তেমন কামাল করতে পারেননি। রায়না কিছুটা রান করেছেন। তবে পরপর উইকেট পতন ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয়। সেখান থেকে হাল ধরেন মণীশ পাণ্ডে ও মহেন্দ্র সিং ধোনি। ৪৮ বলে ৭৯ রানে নটআউট মণীশ পান্ডে। ২৮ বলে ৫২ তুললেন ধোনি। দুজনের জুটিতে উঠল ৫৬ বলে ৯৮ রান।
Innings Break! #TeamIndia 188/4 in 20 overs (Manish 79*, MSD 52*)
— BCCI (@BCCI) February 21, 2018
Updates - https://t.co/ZIYwc0O2Bf #SAvIND pic.twitter.com/T5IwtGtboP
গত কয়েকটা ম্যাচে তেমন টাচে নেই ধোনি। তবে এদিন তাঁর ব্যাটে দেখা গেল সেই পুরনো ধোনিকে। মণীশ শর্মাও বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন। সিরিজে ১-০ পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে এই আবহাওয়ায় ১৮৯ রান যথেষ্ট কঠিন টার্গেট। তার উপরে ভারতীয় বোলাররা ফর্মে রয়েছেন।