নিজস্ব প্রতিবেদন: রাহুল দ্রাবিড়ের অবসরের মতো কপিবুক ক্রিকেটের 'ব্যাট' এখন চেতেশ্বর পূজারার হাতে। ক্রিজে তাঁর ধৈর্য্য ইতিমধ্যেই সমীহ আদায় করে নিয়েছে সমালোচকদের। সেই ধৈর্য্যের পরীক্ষাই নিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। বলা ভাল, পূজারাই পরীক্ষা নিলেন।
ওয়ান্ডারর্সে তৃতীয় টেস্টের প্রথম দিনে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ক্রিজে তখন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকান বোলারদের আগুনে গতি সামলে পূজারা প্রথম রান করলেন ৫৪ তম বলে। ৫৩ বল খেলেও তাঁর ব্যাট কোনও রান আসেনি। প্রায় ৯০ মিনিট কাটানোর পর রান করলেন পূজারা। তবে এদিন অর্ধ শতরান করেন তিনি।
আরও পড়ুন- সবুজ পিচে গড়াগড়ি খেল 'বিশ্বসেরা' ব্যাটিং, ১৮৭ রানে অলআউট
পূজারার এই ইনিংসের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় মস্করা।
Pujara is practising abstinence
— Harsha Bhogle (@bhogleharsha) January 24, 2018
In parallel universe
— NARESH (connect2ns) January 24, 2018
Pujara playing with 100 strike rate
Somewhere between
— Navneet (farzidoc) January 24, 2018
Pujara comes into the crease
and
Pujara scores his 1st run
we all grew up.... pic.twitter.com/RYwYBSfOb0
Pic 1: When Pujara comes in to bat
— KAJALaneNEN (BanarasiBasanti) January 24, 2018
Pic1: When Pujara scores his first run#SAvIND pic.twitter.com/DhIKdPcMIV
When someone asks pujara to hit century.
— Mask (Mr_LoLwa) January 24, 2018
Pujara : pic.twitter.com/RhNedD2Zv4
Pujara wife spotted watching pujara innings.#INDvsAUS#Pujara pic.twitter.com/El0zYMwkQx
— bahubelieber (@twittteratii) January 24, 2018
এর আগে ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৭ বলে প্রথম রান করেছিলেন ভারতের রাজেশ চৌহান। ২০১১ সালের পর মন্থর ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে চেতেশ্বর পূজারা। তাঁর আগে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬১ বলে ১ রান করেছিলেন তিনি।