নিজস্ব প্রতিবেদন: আচমকা খেলা বন্ধ হওয়ার পরই থমকে গেল ভারতের গতি। একটা সময়ে মনে হচ্ছিল, ভারতের স্কোর তিনশো পেরিয়ে যাবে। কিন্তু, বিরাট-ধবন প্যাভিলিয়নে ফেরার পরই স্লথ হয়ে পড়ে স্কোরবোর্ড। ৫০ ওভারে ২৮৯ রানে তোলে টিম ইন্ডিয়া। মরণবাঁচন ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ২৯০। ভারতের দুই রিস্ট স্পিনারের সামনে যা যথেষ্ট কঠিন টার্গেট।
জোহানেসবার্গে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। টানা চার ম্যাচে ব্যর্থ হলেন এই মুম্বইকর। গতম্যাচের মতোই দলকে টেনে নিয়ে যায় বিরাট কোহলি-শিখর ধবন জুটি। ৭৫ রানে আউট হন ভারত অধিনায়ক। দলের ১৭৮ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। আগের ম্যাচে ফেলে আসা শতরান এদিন তুলে নিলেন শিখর ধবন। প্রথম ভারতীয় হিসেবে শততম ম্যাচে শতরান করলেন। মাঝে বজ্রপাতের জেরে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, খেলা বন্ধ থাকার কারণে মনসংযোগে চিড় ধরে ক্রিকেটারদের। খেলার গতিও এতে বাধাপ্রাপ্ত হয়। আর সেটাই হল টিম ইন্ডিয়ার সঙ্গে।
#TeamIndia 289/7 in 50 overs (Dhawan 109, Virat 75).
— BCCI (@BCCI) February 10, 2018
Updates - https://t.co/NgMP4fSSCo #SAvIND pic.twitter.com/Pj4Jy4D7mC
১০৯ রানে আউট হন শিখর ধবন। সেখান থেকেই ঘোরে খেলা। ৩৫ ওভারে ২০০ রান থেকে বাকি ১৫ ওভারে ওঠে মাত্র ৮৯ রান। মহেন্দ্র সিং ধোনি ৪৩ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। তবে তা মোটেই ধোনিসুলভ নয়।
আরও পড়ুন- বিরাটের ছক্কা দেখে তাজ্জব ক্রিকেট দুনিয়া