Home> খেলা
Advertisement

ধরমশালায় নেতৃত্বে রোহিত, কেদার ‌যাদবের জায়গায় ওয়াশিংটন সুন্দর

রবিবার ফের ভারতের মুখোমুখি লঙ্কা টিম

ধরমশালায় নেতৃত্বে রোহিত, কেদার ‌যাদবের জায়গায় ওয়াশিংটন সুন্দর

নিজস্ব প্রতিবেদন: মাত্র তিন মাস আগেই একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে ৫-০ তে হারিয়েছে ভারত। এবার রবিবার ফের ভারতের মুখোমুখি লঙ্কা টিম।

রবিবার বিরাট কোহলিকে ছাড়াই মাঠে নামছে ভারত। কোহলির জায়গায় ধরমশালায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। ভারতীয় দলে একটি বদল হয়েছে। আহত কেদার ‌যাদবের জায়গায় আসছেন ওয়াশিংটন সুন্দর।

ধর্মশালায় রবিবার ‌যদি বৃষ্টি হয় বা তুষার পড়ে তাহলে টস একটা বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। তবে ভারতের টানা পারফমেন্সের কথা মাথায় রেখে এমনও বলা হচ্ছে ‌যেকোনও পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতা রয়েছে এই দলের। এখনও প‌র্যন্ত বিরাটরা টানা ৫টি একদিনের সিরিজ জিতেছে। ফলে তাদের মনোবল এখন তুঙ্গে।

ভারতীয় দল

রোহিত শর্মা, শিখর ধবন, অজিঙ্ক রাহানে, শ্রেয়শ আইয়ার, মনীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ ‌যাদব, ‌যযুবেন্দ্র চাহল, ‌যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন-উধাও চেনা উত্তেজনা, গুজরাটে প্রথম দফায় জীবন বইল নিয়ম মেনেই

Read More