Home> খেলা
Advertisement

দক্ষিণ আফ্রিকা সফরের আগে অশনি সংকেত, সবুজ পিচে ব্যাটিং বিপর্যয় ভারতের

ধর্মশালায় ভারতের ব্যাটিং বিপর্যয়। 

দক্ষিণ আফ্রিকা সফরের আগে অশনি সংকেত, সবুজ পিচে ব্যাটিং বিপর্যয় ভারতের

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকা সফরের আগেই অশনি সংকেত ভারতের। ধর্মশালার সবুজ পিচে ব্যাটিং বিপর্যয় বিরাটহীন টিম ইন্ডিয়ার। দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারলেন না প্রথম সারির কোনও ব্যাটসম্যানই। 

নুয়ান প্রদীপ ও সুরাঙ্গা লাকমলের গতির সামনে অসহায় আত্মসমর্পণ ভারতের টপ অর্ডারের। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং। ইতিমধ্যেই পড়ে গিয়েছে ৭ উইকেট। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের পরই দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ সফরে রওনা দেবে ভারত। সেখানে সবুজ পিচে খেলতে হবে। তার আগে দেশের মাটিতেই বেহাল দশা টিম ইন্ডিয়ার বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপের। দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারি তো আরও ভয়ঙ্কর। 

আরও পড়ুন- একদিনের ক্রিকেটে এক নম্বর হওয়ার হাতছানি ভারতের সামনে
  

একদিনের ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। এদিন টসে জিতে বোলিং নেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। কোহলির অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার। 

 

Read More