Home> খেলা
Advertisement

মাঝমাঠে কোহলি-মুরলির ব্রোম্যান্স, 'ডবল ড্যাব' সেলিব্রেশন

প্রথম দিনেই চালকের আসনে ভারত। আরও একটা শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। সেঞ্চুরি হাঁকালেন মুরলি বিজয়। দুই ব্যাটসম্যানই দেড়শো পার করলেন। 

মাঝমাঠে কোহলি-মুরলির ব্রোম্যান্স, 'ডবল ড্যাব' সেলিব্রেশন

নিজস্ব প্রতিবেদন: ফিরে এসে পর পর দু'টি টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুরলি বিজয়। স্বাভাবিকভাবে উদযাপনের মেজাজও হবে তেমনই। তবে শতরানের সেলিব্রেশনে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বিরাট-মুরলির ব্রোম্যান্স। মুরলির পরই এদিন সেঞ্চুরি করেন বিরাট কোহলি।

মার্কিন হিপহপ স্টাইল ডবল ড্যাব করে সেলিব্রেট করলেন অধিনায়ক কোহলি ও ভারতের ওপেনিং ব্যাটসম্যান। দ্বিতীয় টেস্টে ডবল ড্যাব করেছিলেন পূজারা ও বিজয়। সেই দেখে পরে অধিনায়ক নিজেও ড্যাব করেন। তৃতীয় টেস্টে মুরলি বিজয়ের সঙ্গী হলেন ক্যাপ্টেন কোহলি। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, মাঠে বিজয়-কোহলির ব্রোম্যান্স দেখলেই বোঝা যায়, টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম কেমন! শুধু শনিবারের ছবিই নয়, বরং এর আগেও একাধিকবার মাঠে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের এমন ব্রোম্যান্স।

fallbacks

   

 

আরও পড়ুন- আরও একটা শতরান, পর পর রেকর্ড ভাঙলেন কিং কোহলি   

মার্কিন মুলুকে বহুল জনপ্রিয় এই ড্যাব। এই নয়া কায়দায় সাফল্যের উদযাপন করেন সে দেশের যুব প্রজন্ম। ২০১০ সালে আটলানটা হিপহপে দেখা গিয়েছিল উত্তর আধুনিক নৃত্যের এই মুদ্রা। তবে ২০১৫ সালে আন্তর্জাতিক জনপ্রিয়তা পায় ড্যাব। 

Read More