Home> খেলা
Advertisement

নতুন বছরে প্রথম জয়, দুর্বল আফগানিস্তান ১৫৩ রানে হারাল ভারত

অবশেষে জয়ে ফিরল ভারত।  ১৪ফেব্রুয়ারি বিশ্বকাপ সফর শুরু করবে ভারত। তার আগে প্র্যাকটিস ম্যাচে দুর্বল আফগানদের হারিয়ে কিছুটা স্বস্তি পেল ভারতীয় দল।  

নতুন বছরে প্রথম জয়,  দুর্বল আফগানিস্তান ১৫৩ রানে হারাল ভারত

ওয়েব ডেস্ক:অবশেষে জয়ে ফিরল ভারত।  ১৪ফেব্রুয়ারি বিশ্বকাপ সফর শুরু করবে ভারত। তার আগে প্র্যাকটিস ম্যাচে দুর্বল আফগানদের হারিয়ে কিছুটা স্বস্তি পেল ভারতীয় দল।  

ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া একের পর হার। দলের ব্যাটিং বিপর্যয় থেকে ধরাশায়ী বোলিং, একপ্রকার দিশেহারা ক্যাপ্টেন কুল। ব্যাটিং অর্ডারে ধাওয়ানের খারাপ ফর্ম। ডেথ ওভারে কুল-কিনারা

হারিয়েছে ভারতীয় বোলিং। শামি, ভুবনেশ্বর, বরুণ, ইশান্ত, অশ্বিনরা  ঝুড়ি ঝুড়ি রান  দিয়েছেন শেষ ১০ ওভারে। চোটের কারণে ২২ গজের বাইরে ভারতের নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

মিডিল অর্ডারে রহানে-রায়নাদের অফ ফর্ম। সব মিলিয়ে দেখে বোঝার উপায় নেই ভারত বিশ্বকাপরে অন্যতম দাবিদার।   

ইংল্যান্ড সফরে লর্ডসের ঐতিহাসিক জয় ছাড়া শেষ চার মাস ভারতের ঝুলিতে হারের হতাশা। অস্ট্রেলিয়াতে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিল ইয়ং ইন্ডিয়ান ব্রিগেড। কিন্তু সাফল্য আসেনি। অধরাই

থেকেছে জয়। বিশ্বকাপের আগে গতবারের চ্যাম্পিয়নদের হতাশ চেহারায় স্তম্ভিত ক্রিকেট মহল।  

টেস্ট ক্রিকেটে দলের বিপর্যয়ে অধিনায়কত্ব থেকে সরে দারিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। চাপ বাড়ছে ওয়ানডেতেও।

ডানকান ফ্লেচারে ভরসা না রাখতে পেরে ভারতীয় ম্যানেজমেন্ট রবি শাস্ত্রিকে টিম ডিরেক্টর পদে নিয়োগ করাহয়েছিল। তবুও ভরাডুবি সামলাতে পাড়ছেনা ভারত। অস্ট্রেলিয়ায় আয়োজিত ত্রিদেশীয়

সিরিজে আবারও হার। এমনকি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও জয় অধরা ছিল ভারতের। অবশেষে সহজ প্রতিপক্ষ আফগানিস্তানকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় দল।

ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন রোহিত শর্মা। রোহিতের ১৫০ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ টি ছয় এঁর ১২ টি চারে। রাহানে(৮৮) ও রায়না(৭৫) দুজনেই অর্ধশত রান করেন। আফগানিস্তানের

হয়ে হামিদ হাসান, দওলত জাদ্রান, শাপর জাদ্রান এবং মহম্মদ নবি ১ টি করে উইকেট নেন।
৩৬৪ রান তারা করতে নেমে ২১১ রানেই শেষ হয় আফগানীদের ইনিংস। উসমান ঘানির৪৪ ও নওরাজ মঙ্গলের ৬৬ রান কিছুটা হলেও খেলায় ফেরায় আফগানীদের। কিন্তু শেষ রক্ষা হয়নি।  ভারতের

হয়ে উমেশ যাদব, আশ্বিন, রায়না ১  করে উইকেট নেন। জেদাজা ও এমএম শর্মা ২ টি করে উইকেট নিজেদের ঝুলিতে পোড়েন।           

Read More