নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020 মঞ্চে কুস্তিতে ফাইনালে পৌঁছলেন ভারতের রবি কুমার দাহিয়া (Ravi Kumar)। ছেলেদের কুস্তিতে ৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভকে পরাজিত করে একইসঙ্গে ভারতের (India) হয়ে রূপোর (Silver Medal) পদক নিশ্চিত করলেন রবি। অলিম্পিকে এই নিয়ে ভারতের চতুর্থ পদকও নিশ্চিত হয়ে গেল। কুস্তিতে সোনার পদকের জন্য ফাইনাল ম্যাচ হবে ৫ অগাস্ট।
প্রথম রাউন্ডে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন রবি কুমার। সেকেন্ড রাউন্ডের শুরুতেই ৮ পয়েন্ট সংগ্রহ করেন কাজাখ কুস্তিগীর। ফলে ২-৯ ব্যবধানে পিছিয়ে পড়েন রবি। এরপর ৫ পয়েন্ট নিয়ে ব্যবধান কমিয়ে ৭-৯ করেন রবি। শেষ মুহূর্তে সানায়েভকে টেক ডাউন করে (ভিকট্রি বাই ফল) বাউট জিতে নেন রবি। একইসঙ্গে দেশের হয়ে অন্ততপক্ষে রূপোর পদক নিশ্চিত করে ফেললেন এই কুস্তিগীর।
সোনার পদকের বাউটে রবি কুমারের প্রতিপক্ষ দু বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের বিরুদ্ধে। অপরদিকে কুস্তিতে সেমিফাইনালে হেরে সোনার দৌড় থেকে ছিটকে গেলেন দীপক পুনিয়া, লড়বেন ব্রোঞ্জের জন্য।
#TeamIndia | #Tokyo2020 | #Wrestling
— Team India (@WeAreTeamIndia) August 4, 2021
Men's Freestyle 57kg 1/4 Final Results
Superior wrestling display by #RaviKumarDahiya to move past Georgi Valentinov and secure his place in the SFs. A win away from a medal, #AllTheBest champ! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India https://t.co/wVrZbfLrOC pic.twitter.com/wTHu9yPYpw
আরও পড়ুন: পদক জয়ের পরই শুরু Lovlina-র গ্রামের রাস্তা পাকা করার কাজ, খুশির হাওয়া পরিবারে
আরও পড়ুন:Tokyo Olympics : ভারতের হয়ে ব্রোঞ্জ জয়, বিশ্বের এক নম্বর বক্সারের কাছে হারলেন Lovlina