Home> খেলা
Advertisement

Indian Batters Create History Against England: অবিশ্বাস্য! ৯৩ বছরে এই প্রথম! ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের অকল্পনীয় ইতিহাস...

Indian Batters Create History Against England: ভারতীয় ব্যাটাররা অকল্পনীয় ইতিহাস লিখে ফেললেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ৯৩ বছরে এই প্রথম হল এমনটা...

Indian Batters Create History Against England: অবিশ্বাস্য! ৯৩ বছরে এই প্রথম! ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের অকল্পনীয় ইতিহাস...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে (England vs India 2025) ভারতীয় ব্যাটাররা রীতিমতো ব্যাট শাসন করছেন। সিরিজে এখনও পর্যন্ত সর্বাধিক রান অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill), যিনি চার টেস্ট মিলিয়ে এখনও পর্যন্ত ৭২২ রান করেছেন। ৫১১ রান করে তালিকায় দুয়ে কেএল রাহুল (KL Rahul)। ঋষভ পন্থ (Rishabh Pant) ৪৭৯ রান করে তৃতীয় স্থানে আছেন। তালিকায় পাঁচে আছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁর সংগ্রহ ৪৩৪ রান। ঘটনাচক্রে প্রথম পাঁচে আয়োজক দেশের একজনই-জেমি স্মিথ (৪২৪ রান)

ভারতীয় ব্যাটারদের আধিপত্য ইতিহাস লিখেছে। ইংল্যান্ডে এমন এক কৃতিত্ব অর্জন করেছেন তাঁরা যা আগে কখনও হয়নি। তৈরি হয়েছে অকল্পনীয় ইতিহাস। সেই ১৯৩২ সালে ভারতের টেস্ট অভিষেকের পর এই প্রথম চারজন ব্যাটার কোনও টেস্ট সিরিজে ৪০০-এর বেশি রান করল। যশস্বী জয়সওয়াল যদি পঞ্চম তথা শেষ টেস্টে বড় রান করে, তাহলে এই সংখ্যা পাঁচে চলে যাবে। বাঁহাতি ব্যাটার ৮ ইনিংসে ২৯১ রান করেছেন।

আরও পড়ুন: 'এখানে কাউকে খুশি করতে আসিনি'! করমর্দন কাজিয়ায় স্টোকসকে কাগজের মতো ছিঁড়লেন গৌতি...

শুভমন গিল

গিলকে দিয়ে শুরু করা যাক, লিডস সেঞ্চুরিতে রানের মশাল জ্বালান তিনি। এরপর বার্মিংহামে ডাবল সেঞ্চুরি এবংসেঞ্চুরি করেন। লর্ডসে লড়াইয়ের পর গিল ম্যানঞ্চেস্টার ফর্মে ফেরেন এবং ভারতের দ্বিতীয় ইনিংসে শতরান করেন।

কেএল রাহুল

রাহুলের সিরিজে দু'টি সেঞ্চুরি ও দু'টি হাফ সেঞ্চুরি করেছে। তিনি ৯৯৮ বল খেলেছেন, যা সিরিজে দ্বিতীয় সর্বাধিক। সিরিজ শুরুর আগে তিনি ভারত 'এ'-র হয়ে একটি বেসরকারি টেস্ট ম্যাচ খেলেছেন।

ঋষভ পন্থ

ঋষভ লিডসে জোড়া সেঞ্চুরিতে শুরু করেন। পরের দু'টি ম্যাচে তিনি পরপর দু'টি অর্ধশতক করেন। লর্ডসে আঙুলের চোট এবং ম্যানঞ্চেস্টার টেস্টের প্রথম দিনে গোড়ালির চোট ভোগাচ্ছে ভারতের সহ-অধিনায়ককে। ঋষভের পক্ষে শেষ টেস্ট খেলা হবে না। তিনি দেশে ফিরে আসবেন।

আরও পড়ুন: চোটেই শেষ টেস্ট সিরিজ, ভারতে ফিরেই ৫০০০০০০০ টাকার মামলায় ফাঁসলেন! বিপাকে তারকা অলরাউন্ডার...
 
রবীন্দ্র জাদেজা

জাদেজা ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন। তার স্কোর ১১, ২৫*, ৮৯, ৬৯*, ৭২, ৬১* এবং ২০, ১০৭।

ওল্ড ট্র্যাফোর্ডে ড্র করে সিরিজে ১-২ ব্যবধানেই পিছিয়েই থাকল ভারত। তবে ওভালে জিতে সিরিজে সমতায় ফেরার সুযোগ থাকছে গম্ভীরের টিমের...
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More