জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অর্জুনজয়ী প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সুইটি বুরা (Saweety Boora)। তিন বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন কাবাডি খেলোয়াড় দীপক হুডাকে (Deepak Hooda)। যিনি এশিয়াডে দেশের হয়ে একাধিক পদক জিতেছেন। সবই ঠিক ছিল দেশের দুই কৃতী খেলোয়াড়ের জীবনে। তবে হরিয়ানা পুলিসের রিপোর্টে চমকে উঠল দেশের ক্রীড়ামহল!
আরও পড়ুন: মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের, নকআউটের আগে ছিটকে গেলেন রোহিত-গিল! এল ভয়ংকর আপডেট...
সুইটি সম্প্রতি পুলিসের দ্বারস্থ হয়েছেন। তিনি দীপক ও তাঁর পরিবারের বিরুদ্ধে পণের জন্য নির্যাতনের অভিযোগ এনেছেন। সুইটির অভিযোগের ভিত্তিতে দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হরিয়ানার হিসারের পুলিস। জানা যাচ্ছে গত ২৫ ফেব্রুয়ারি সুইটি এই অভিযোগ করেছেন দীপকের নির্মমতার বিরুদ্ধে। ঘটনাচক্রে সুইটি নিজেও পুলিস। তিনি এসএইচও ওরফে স্টেশন হাউজ অফিসারের পদে রয়েছেন। পুলিস জানিয়েছে, সুইটির থেকে লাক্সারি গাড়ির দাবি করেছিলেন দীপক। তা না পেয়ে কাবাডি খেলোয়াড় বক্সারকে মারধর করতেন। পণবাবদ আরও টাকার দাবিও জানাতেন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ ধারার মামলা দায়ের করা হয়েছে দীপকের বিরুদ্ধে। যা কোনও মহিলাকে স্বামী বা স্বামীর আত্মীয়ের দ্বারা নিষ্ঠুরতার শিকার হওয়ার সঙ্গে সম্পর্কিত। এই ঘটনার পর সংবাদসংস্থা পিটিআই দীপকের সঙ্গে যোগাযোগ করেছিল। দীপকের বিরুদ্ধে অভিযোগ যে, থানা থেকে ২-৩ বার নোটিস পাঠানোর পরেও তিনি হাজিরা দেননি। পিটিআইকে দীপক জানিয়েছেন, 'এই ট্রমার পর আমার শরীর ভেঙে পড়েছে। আমার শারীরিক অবস্থার কথা জানিয়ে, মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়ে পরবর্তী তারিখের অনুরোধ করেছি। আমি নিশ্চিত ভাবেই পুলিস স্টেশনে যাব। তবে আমি আমার স্ত্রীর বিরুদ্ধে কোনও নেতিবাচক কথা বলব না। কারণ এখন আমাদের একে অপরের সঙ্গে দেখা করার অনুমতি নেই।' যদিও সুইটির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও কথা বলতে চাননি।
আরও পড়ুন: ওয়াসিম-ওয়াকারকে দিতে হবে ৩৫ কোটি! 'কোর্টে দেখা হবে', বিস্ফোরক বাংলাদেশের কোচ...
গতবছর দীপক, হরিয়ানা বিধানসভা নির্বাচনে রোহতক জেলার মেহাম আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হয়েছিল। তিনি ২০১৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন এবং ২০১৪ সালের এশিয়া ব্রোঞ্জজয়ী ভারতীয় কাবাডি দলের সদস্যও ছিলেন। তিনি প্রো কাবাডি লিগেও অংশগ্রহণ করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)