জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯তম এশিয়ান গেমসের আসর বসতে চলেছে চিনে (Chaina)। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ার সেরা ইভেন্ট। এই নিয়ে তৃতীয়বার এই গেমস আয়োজন করবে চিন। চিনের রাজধানী বেজিংয়ে ১৯৯০ সালে এশিয়াড হয়েছে। ২০২০ সালে গুয়াংঝাউতে হয়েছে। এবার এশিয়া কাপ হবে হাংঝাউতে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরেই ভারতীয় ফুটবল দল (পুরুষ ও মহিলা) এশিয়াড খেলতে যাচ্ছে। গত বৃহস্পতিবার এশিয়াডের গ্রুপবিন্যাস হয়ে গিয়েছিল! সুনীল ছেত্রী (Sunil Chhetri) অ্যান্ড কোংদের রাখা হয়েছে চিন, বাংলাদেশ ও মায়ানমারের (China, Bangladesh, and Myanmar) সঙ্গে। এবার এশিয়াডের জন্য আগুনে দল বেছে নিলেন হেড কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। প্রত্যাশা মতোই দলে রয়েছেন সুনীল ছাড়াও, সন্দেশ ঝিঙ্গন ও গুরপ্রীত সিং সান্ধুরা।
আরও পড়ুন: Asian Games 2023: এশিয়াডের ড্র হয়ে গেল! সুনীল-সন্দেশদের লড়াই কাদের সঙ্গে?
এশিয়াডে ভারতীয় দল:
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, গুরমিত সিং, ধীরজ সিং মইরাংথেম
ডিফেন্ডার: সন্দেশ ঝিঙ্গম, আনোয়ার আলি, নরেন্দ্র গেহলট, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিং, আশিস রাই
মিডফিল্ডার: জিকসন সিং, সুরেশ সিং, আপুইয়া রালতে, অমরজিত সিং কিয়ান, রাহুল কেপি, নাওরেম মহেশ
ফরোয়ার্ড: শিবা শক্তি নারায়ণন, রহিম আলি, অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিং, রোহিত দানু, সুনীল ছেত্রী
এশিয়াডে ভারতীয় ফুটবল দলকে পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রের নিয়ম ছিল, ক্রমতালিকায় প্রথম আটের মধ্যে থাকতে হবে কোনও দলকে। এই মুহূর্তে প্রথম আটে নেই ভারত। 'ব্লু টাইগার্স'-এর র্যাঙ্কিং ১৮। ভারত এশিয়াডে খেলবেন না, এটা মেনে নিতে পারেননি ভারতের কোচ ইগর স্টিমাচ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে খোলা চিঠি লিখে ট্যুইট করেছিলেন। ক্রোয়েশিয়ার প্রাক্তন বিশ্বকাপার ভারতকে এশিয়াডে খেলতে দেওয়ার অনুরোধ করেছিলেন। এরপরেই কেন্দ্রের সুর কিছুটা নরম হয়। আর গত বুধের সন্ধ্যায় এশিয়াড খেলার সবুজ সংকেত পেয়ে যান সুনীলরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ট্যুইট করে জানিয়ে দেন যে, ভারত খেলবে এশিয়াড।
আরও পড়ুন: 'আগ্রাসী ফুটবলই তরুণদের হাতিয়ার, বিপক্ষের জন্য ভারত তৈরি!' কড়া বার্তা দিলেন ইগর স্টিমাচ