Home> খেলা
Advertisement

Indian Star Cricketer In Legal Trouble: চোটেই শেষ টেস্ট সিরিজ, ভারতে ফিরেই ৫০০০০০০০ টাকার মামলায় ফাঁসলেন! বিপাকে তারকা অলরাউন্ডার...

Indian Star Cricketer In Legal Trouble: চোটের কারণেই মাঝপথে শেষ হয়ে গিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এবার দেশে ফিরেই বিপাকে পড়লেন ভারতীয় দলের স্টার ক্রিকেটার!

Indian Star Cricketer In Legal Trouble: চোটেই শেষ টেস্ট সিরিজ, ভারতে ফিরেই ৫০০০০০০০ টাকার মামলায় ফাঁসলেন! বিপাকে তারকা অলরাউন্ডার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ম্যাঞ্চেস্টার (ENG vs IND Fourth Test) টেস্টের আগেই বড় ধাক্কা খেয়েছে ভারত। বাঁ-হাঁটুতে চোট পেয়ে, তারকা অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি  (Nitish Kumar Reddy) বাকি দুই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। নীতিশ দেশে ফিরেই ৫ কোটির মামলায় ফেঁসে গেলেন! 

ঠিক কী অভিযোগ নীতীশের বিরুদ্ধে?

নীতীশের বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা করেছে স্কোয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড। এই প্লেয়ার এজেন্সিই নীতীশকে ম্যানেজ করত ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত। সেই সময়ে এই সংস্থাই নীতীশকে একাধিক বিজ্ঞাপন ও ব্র্যান্ড এনডোর্সমেন্টের ব্যবস্থাও করে দিয়েছিল। তবে ২০২৪-২৫ বর্ডার-গাভাসকর ট্রফির সময়ে নীতীশ নতুন ম্যানেজার নিয়োগ করেন। স্কোয়ার দ্য ওয়ানের দাবি যে, নীতীশ নাকি তাদের বকেয়া ৫ কোটি টাকা দেয়নি। 

আরও পড়ুন: 'কল্যাণীর স্নিগ্ধ মাটি, লাল-হলুদের শক্ত ঘাঁটি', সায়ন ধামাকায় ডার্বি ইস্টবেঙ্গলের...

আলোচনায় এল না সমাধান!

আলোচনায় সমাধান হয়নি বলেই নীতীশের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেছে প্রাক্তন এজেন্সি। মামলার শুনানি হতে পারে সোমবার। ওই দিনই পাওয়া যাবে নীতীশের এই মামলার আপডেট। সাধারণত আলোচনা করেই এইসব ঘটনার সমাধান হয়ে যায়। তবে নীতীশ যেহেতু টাকা দিতে অস্বীকার করেছেন, সেহেতু মামলা আদালতের মুখ দেখল!

আরও পড়ুন:  ২৭ রানে শেষ! ৭০ বছরের টেস্ট ইতিহাসে উইন্ডিজের চরম লজ্জা, হল অবিশ্বাস্য ১৫ রেকর্ড

নীতীশের চোট

আইপিএল মাতিয়েই জাতীয় দলের দরজা খুলেছে নীতীশের। ২০২৩ সালের নিলামে নীতীশকে মাত্র ২০ লক্ষ টাকায় নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে চলতি বছর তাঁকে কাব্য মারানের টিম ৬ কোটি টাকায় ধরে রাখে। ২০২৪ সালে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। ২২ বছরের ক্রিকেটার এখনও পর্যন্ত ৭ টেস্টের ১৩ ইনিংসে ৩৪৩ রান করেছেন ২৮.৫৮-এর গড়ে। হাঁকিয়েছেন একটি শতরানও। রয়েছে ৮টি উইকেটও।  

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More