Home> খেলা
Advertisement

আইপিএলে রাজস্থানের দায়িত্বে ফিরলেন প্যাডি আপটন

২০১৩ সালে দলকে আইপিএলের সেমিফাইনালে তোলার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দলকে তুলে নিয়ে যান তিনি।

আইপিএলে রাজস্থানের দায়িত্বে ফিরলেন প্যাডি আপটন

নিজস্ব প্রতিবেদন :  কথায় আছে পুরোনো চাল ভাতে বাড়ে। তাই সেই পুরোনো কোচেই এবার আইপিএলে আস্থা রাখতে চলেছে রাজস্থান। ফের প্যাডি আপটনকে কোচিংয়ে ফিরিয়ে আনল রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। ২০১৯ সালের জন্য দায়িত্বে থাকছেন তিনি। রাজস্থান ফ্র্যাঞ্চাইজির হেড অব ক্রিকেট জুবিন বারুচা টুইট করে প্যাডিকে স্বাগত জানিয়েছেন।

৫০ বছর বয়সী প্যাডি আপটন এর আগেও রাজস্থানের দায়িত্ব সামলেছেন। ২০১৩ থেকে ২০১৫ সাল টানা তিন বছর তিনি রাজস্থানের দায়িত্বে ছিলেন। ২০১৩ সালে দলকে আইপিএলের সেমিফাইনালে তোলার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দলকে তুলে নিয়ে যান তিনি। তাঁর কোচিংয়েই আইপিএলে ঘরের মাঠে টানা ১৩ ম্যাচ জয়ের নজির রয়েছে রাজস্থানের। যে রেকর্ড আইপিএলের ইতিহাসে এখনও জ্বল জ্বল করছে। শুধুমাত্র রাজস্থান নয় আইপিএলে আরও দলের কোচিং করিয়েছেন আপটন। ২০১২ সালে পুণে, ২০১৬ এবং ২০১৭ সালে দিল্লি দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন এই অজি কোচ, মেন্টর, সাইন্টিফিক ট্রেনার।

আরও পড়ুন - জাতীয় দলে অভিষেকের জন্য নিউ জিল্যান্ডের চেয়ে ভালো জায়গা হতেই পারে না : শুভমান গিল

Read More